নেত্রকোনা
বিএনপির আহ্বায়ক কমিটির সঙ্গে শহীদ জিয়া স্মৃতি সংসদের সাক্ষাৎ


নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ
নেত্রকোনা জেলা বিএনপির আহবায়ক কমিটির নেতৃবৃন্দের সাথে নব গঠিত নেত্রকোনা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সৌজন্যে সাক্ষাৎ।
শনিবার (১২ এপ্রিল) রাত ৮ ঘটিকার সময় নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল রোডে জেলা বিএনপির আহবায়ক এর নিজ বাস ভবনে নেত্রকোনা জেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে ফুলের তোড়া দিয়ে সৌজন্যে সাক্ষাৎ করে। শহীদ জিয়া স্মৃতি সংসদ, নেত্রকোনা জেলা কমিটির তালিকা হস্তান্তর করা হয়।
এসময়, জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক ডাঃ মোঃ আনোয়ারুল হক, সদস্য সচিব ডঃ রফিকুল ইসলাম হিলালি সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা বিএনপির আহ্বায়ক এবং সদস্য সচিব নব গঠিত শহীদ জিয়া স্মৃতি সংসদের সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানান এবং শহীদ জিয়ার আদর্শ ও বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তনায়নে আন্তরিকভাবে কাজ করার জন্য পরামর্শ প্রদান করেন।
শহীদ জিয়া স্মৃতি সংসদের পক্ষ থেকে জেলা কমিটির আহ্বায়ক শেখ এ.কে.এম. শহীদুল ইসলাম ছোটন এবং সদস্য সচিব মোস্তাফিজুর রহমান খান পন্নী খোকন সহ যুগ্ম আহ্বায়ক ও সকল সদস্য ফুলের তোড়া দিয়ে সম্মানিত আহ্বায়ক ও সদস্য সচিবকে শুভেচ্ছা জানান।
ভিওডি বাংলা/একে এম এরশাদুল হক জনি/এম
দোকান মালিককে হত্যার ঘটনায় বিএনপির ৫ জন বহিষ্কার
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির কার্যালয়ের ভাড়া চাওয়ায় জাহাঙ্গীর ভূঁইয়া (৫৭) নামের …

কুমিল্লায় আসিফ ও কায়কোবাদ অনুসারীদের সংঘর্ষ, আহত ৬৫
কুমিল্লার মুরাদনগরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা …

আ’ লীগ আমলে পাশের দেশের ব্যক্তিদের সঙ্গে গোপন চুক্তি হয়েছে- সি আর আবরার
আওয়ামী লীগ আমলে বিশেষ একটি দেশের প্রতিনিধিরা এসে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ …
