একাত্তরে প্রকৃত স্বাধীনতা অর্জিত হয়নি
চব্বিশেই দ্বিতীয় স্বাধীনতা: জামায়াতের সেক্রেটারি জেনারেল


নিজস্ব প্রতিবেদক
"যারা মুক্তিযুদ্ধ যারা করেছেন, এর চেতনার ফেরি করে বেড়াচ্ছেন তাদেরকে বলবো, আপনারা কিন্তু রাজনৈতিক স্বার্থে, ক্ষমতার স্বার্থে দিল্লির কাছে দেশ বিক্রির জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন। সেদিন বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা অর্জিত হয়নি, এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, "যে কারণেই চব্বিশের গণঅভ্যুত্থানে বাংলাদেশের কোটি কোটি মানুষ বলেছে, এটাই আমাদের দ্বিতীয় স্বাধীনতা," যোগ করেন।
বুধবার(২৬মার্চ) স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর আলোচনায় সভায় এসব কথা বলেন দলটির সেক্রেটারি জেনারেল।
মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াতে ইসলামী আদর্শিক কারণেই দেশ ও স্বাধীনতাকে ভালোবাসে। একাত্তরের মীমাংসিত বিষয় সামনে এনে জামায়াতকে বিতর্কিত করার চেষ্টা হয় বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, "৫৪ বছর পরে এসে যারা বক্তৃতা শেষে বলেন একাত্তরকে ভুলে যাবেন না... তারা যখন দেশ শাসন করেছেন ১২ থেকে ১৩ জন স্বাধীনতা বিরোধীকে প্রেসিডেন্ট বানানো হয়েছে, মন্ত্রী এমপি বানানো হয়েছে।"
জামায়াতের কার্ড নিয়ে খেললে 'শেখ হাসিনার মত' নির্মমভাবে বিদায় নিতে হবে, হুঁশিয়ারি দেন তিনি।
ভিওডি বাংলা/এম
ক্ষমতার লোভে জুলাইকে বিক্রি করা যাবে না- রাশেদ প্রধান
জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান …

ফেব্রুয়ারিতে নির্বাচন হলে দ্বিধা কেটে যাবে: মির্জা ফখরুল
রাষ্ট্র সংস্কারের মৌলিক বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যকে ‘ইতিবাচক’ বলে মন্তব্য …

জুলাই সনদ একটি ঐতিহাসিক অঙ্গীকারনামা : সালাহউদ্দিন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, এই সনদ আসলে …
