পাবনা মেডিকেল
ছাত্রদলের নতুন কমিটিতে ছাত্রলীগের ১১ নেতা


পাবনা প্রতিনিধি
দীর্ঘ প্রতীক্ষার পর পাবনা মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের ২২ সদস্যের কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। তবে এ কমিটির সিনিয়র সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১১টি পদে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাদের অন্তর্ভুক্তির অভিযোগ উঠেছে।
রবিবার (২৩ মার্চ) দুপুরে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাসির নতুন কমিটির অনুমোদন দেন। একই সঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।
নবগঠিত কমিটি বিশ্লেষণ করে দেখা যায়, সাধারণ সম্পাদক হাসিবুল হাসান শুভ ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের বঙ্গবন্ধু হল শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক, সিনিয়র সহ-সভাপতি আমিমুল আহসান তনিম ছিলেন তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, সহ-সভাপতি রাহুল রায় ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক। এছাড়া আরও কয়েকজন গুরুত্বপূর্ণ পদে থাকা নেতা পূর্বে ছাত্রলীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
এ বিষয়ে নবনির্বাচিত সাধারণ সম্পাদক হাসিবুল হাসান শুভ বলেন, “আমি কখনো ছাত্রলীগ করিনি। তৎকালীন ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক আমার অনুমতি ছাড়াই আমাকে কমিটিতে অন্তর্ভুক্ত করেছিলেন।”
ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি সাগর মাহমুদ বলেন, “ওদের অজান্তেই ছাত্রলীগের হল কমিটিতে নাম ছিল। তবে জুলাই আন্দোলনের সময় তারা পদত্যাগ করেছে এবং সে সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমাদের কাছে তাদের পদত্যাগের প্রমাণ হিসেবে ভিডিও রয়েছে।”
এ বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
ভিওডি বাংলা/এম
১১ সেপ্টেম্বর জাকসু নির্বাচন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদ নির্বাচন (জাকসু) তফসিল ঘোষণা করেছে কর্তৃপক্ষ। …

ছাত্র রাজনীতি নিয়ে শিক্ষার্থীরা শঙ্কা ও ট্রমায় আছে: ঢাবি ভিসি
নেতিবাচক ছাত্র রাজনীতি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে আশঙ্কা আছে, ট্রমা আছে। …

সলিমুল্লাহ মুসলিম হল, ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৮টি হলে নতুন আহ্বায়ক কমিটি গঠনের অংশ …
