• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তৃতীয় দিনের সংলাপ

ঐকমত্য কমিশন, আজ মতামত দেবে বিএনপি

   ২৩ মার্চ ২০২৫, ১২:৪০ পি.এম.

নিজস্ব প্রতিবেদক 

সংস্কার প্রস্তাবের সুপারিশ নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে তৃতীয় দিনের মতো সংলাপ শুরু হয়েছে।

রোববার (২৩ মার্চ) আলোচনায় প্রথমে তাদের সঙ্গে বসেছে রাষ্ট্র সংস্কার আন্দোলন। এছাড়া আজই মতামত দেয়ার কথা রয়েছে বিএনপি ও এনিসিপির।

এদিন সকাল সাড়ে ৯টার দিকে জাতীয় সংসদ ভবনের এলডি হলে ঐক্যমত কমিশনের সাথে রাষ্ট্র সংস্কার আন্দোলনের বৈঠক শুরু হয়। সংগঠনের সভাপতি হাসনাত কাইয়ূমের নেতৃত্বে বৈঠকে একটি প্রতিনিধি দল অংশ নেয়।

কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজের নেতৃত্ব ছয় সংস্কার কমিশনের প্রধান এ বৈঠকে উপস্থিত আছেন। এর আগে, গত ১৬ মার্চ রাষ্ট্র সংস্কার আন্দোলন ঐকমত্য কমিশনের সুপারিশ নিয়ে মতামত দেয়। আজ সেই মতামতের ওপরই আলোচনা চলছে।

এছাড়া আজ দুপুরে সংস্কারের সুপারিশ নিয়ে ঐকমত্য কমিশনে মতামত জানাবে বিএনপি, এনসিপি ও সিপিবি।

ভিওডি বাংলা/এম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাইবার হামলার আশঙ্কায় বাংলাদেশ ব্যাংকের সতর্কতা জারি
সাইবার হামলার আশঙ্কায় বাংলাদেশ ব্যাংকের সতর্কতা জারি
আগামী কয়েক দশকে এ সুযোগ পাবো না- আসিফ নজরুল
আগামী কয়েক দশকে এ সুযোগ পাবো না- আসিফ নজরুল
কনস্টেবলের স্ত্রীকে বিয়ের প্রস্তাব, বরখাস্ত এএসপি
কনস্টেবলের স্ত্রীকে বিয়ের প্রস্তাব, বরখাস্ত এএসপি