• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নিরাপত্তা প্রহরীদের নিয়ে গোবিপ্রবি ছাত্রদলের সাহরি

   ১৯ মার্চ ২০২৫, ০৫:০৫ পি.এম.

গোবিপ্রবি প্রতিনিধি: 

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) ছাত্রদল ক্যাম্পাসে নিরাপত্তার দায়িত্বে কর্মরত আনসার সদস্যদের নিয়ে সাহরি করেছেন।

মঙ্গলবার (১৮ মার্চ) দিবাগত রাত ৪টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে প্রায় ২০ জন আনসার সদস্যকে সাহরি করান তারা।

বিশ্ববিদ্যালয়ের জন্য ভবিষ্যতে কাজ করার আগ্রহ জানিয়ে ছাত্রদলের সভাপতি দুর্জয় শুভ বলেন, রোজা ও ঈদের ছুটিতে ক্যাম্পাস বন্ধ থাকায়, আনসার ভাইদের খোঁজ খবর নিতে গেলাম।

পরিবার- সন্তানাদি ছেড়ে তারা আমাদের বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তার জন্য দিন-রাত কাজ করে যাচ্ছেন। সন্তানতুল্য হিসেবে আমি তাদের সঙ্গে সাহরি সম্পন্ন করেছি। তাদের সার্বিক খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি। যারা আমাদের নিরাপত্তার দায়িত্বে থাকেন, তাদের জন্য কিছু করতে পারাটা আমাদের কাছে তৃপ্তির বিষয়।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে বলিষ্ঠ কণ্ঠস্বরে সর্বদা কাজ করে যাবো। এজন্য সকলের নিকট দোয়া চাই।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেরোবিতে সিরাজগঞ্জ জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
বেরোবিতে সিরাজগঞ্জ জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
উমামার ‘রহস্যময়’ দরখাস্ত ভাইরাল
উমামার ‘রহস্যময়’ দরখাস্ত ভাইরাল
জাবি ছাত্রদলের হল কমিটি ঘোষণা
জাবি ছাত্রদলের হল কমিটি ঘোষণা