সবাই এখন ভোটের অপেক্ষায় আছে- আব্দুস সালাম


নিজস্ব প্রতিবেদক
মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একটি অরাজনৈতিক ও সমাজিক সংগঠন চেতনায় বাংলাদেশ। চেতনায় বাংলাদেশ এর আদাবর থানার উদ্যোগে সামাজিক ঐক্য ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে সমাজের সকল স্তরের মানুষের অংশগ্রহণে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। মঙ্গলবার ১৮ মার্চ আদাবর ওয়াইট প্যালেস কনভেনশন হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। চেতনায় বাংলাদেশ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি প্রকৌশলী ফয়সাল সালাম সাগরের সার্বিক তত্ত্বাবধান ও নির্দেশনায় এগিয়ে যাচ্ছে সংগঠনটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। এ সময় তিনি বলেন, ‘তরুণরা গত তিনটি নির্বাচনে ভোট দিতে পারে নাই, এখন সবাই ভোটের অপেক্ষায় আছে।’
আব্দুস সালাম বলেন, আজকে দেশের যে অবস্থা, যতদ্রুত একটা নির্বাচিত সরকার আসতে পারবে তত দ্রুতই সমস্যার সমাধান সম্ভব হবে।
এসময় আদাবর থানা চেতনায় বাংলাদেশ সভাপতি মনোয়ার হাসান জীবন, সাধারণ সম্পাদক, মো: শিহাব শারার খান, মতিঝিল থানা সভাপতি মো: সোহেল জিতু, যাত্রাবাড়ী থানা সভাপতি মো: শেখ রাহুল, ভাটারা থানা সভাপতি আব্দুর রহিম সবুজসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/মিনহাজ/ এমএইচ
ধানমন্ডি থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা লাভলু গ্রেপ্তার
রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ছাত্রলীগ নেতা মো. হৃদয় হাসান লাবলুকে …

দখলীয় নির্বাচন এ দেশের মানুষ আর গ্রহণ করবে না
জাতীয় সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষে আনুপাতিক বা পিআর পদ্ধতিতে ভোটের …

এনসিপির শীর্ষ নেতারা মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছে
শুধুমাত্র কক্সবাজারের ঘটনা নয় প্রতিনিয়ত এনসিপির শীর্ষ নেতারা মিডিয়া ট্রায়ালের …
