ধর্ষণের ঘটনায়
মহিলা দলের প্রতিবাদ র্যালি কাল


মাগুরা প্রতিনিধি
মাগুরায় বোনের বাড়ি বেড়াতে গিয়ে ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনায় সোমবার (১০ মার্চ) প্রতিবাদ র্যালি অনুষ্ঠিত হবে। জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে এ প্রতিবাদ র্যালি অনুষ্ঠিত হবে। র্যালিটি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হবে। শেষ হবে কাকরাইল মোড় হয়ে বিএনপি অফিসের সামনে।
রোববার (০৯ মার্চ) এক প্রেস রিলিজের মাধ্যমে মহিলা দলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস। সঞ্চলনায় থাকবেন সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ। এ উপলক্ষে আগামীকাল ঢাকাস্থ সকল পর্যায়ের মহিলা দলের নেতাকর্মীদের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।
এছাড়া একই সময়ে সারাদেশের সকল জেলা/মহানগর মহিলা দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের এ প্রতিবাদ মিছিল/মানববন্ধন কর্মসূচি পালন করার জন্য কেন্দ্রীয় মহিলা দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের পক্ষ থেকে নির্দেশনা হয়েছে।
ভিওডি বাংলা/ এমএইচপি
দেশ রক্ষার নির্বাচনে বিএনপিকে জিততেই হবে- আবদুস সালাম
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, আগামীর জাতীয় …

৫ আগস্টের পর অনেকে লোভে পড়ে গেছে : এ্যানি
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ৫ আগস্টের পর …

জনপ্রিয়তা বেড়েছে এনসিপির
অন্তর্বর্তী সরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ও জামায়াতে ইসলামের জনপ্রিয়তা …
