থেমে আছে কাজ
ঠিকাদার পলাতক


নাগরপুর প্রতিনিধি
টাঙ্গাইলের নাগরপুরে মোটা অংকের অগ্রিম টাকা নিয়েও রাস্তার কাজ অসমাপ্ত রাখার অভিযোগ উঠেছে ঠিকাদারদের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, ফ্যাসিবাদী আওয়ামী সরকারের সাবেক বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু'র মদদপুষ্ঠ ঠিকাদারী প্রতিষ্ঠানকে দু’টি রাস্তার কাজ দেয়া হয়। কিন্তু কাজ শেষ না করেই অর্থ লোপাটের ঘটনায় খেসারত দিতে হচ্ছে সাধারণ জনগণকে।
টাঙ্গাইলের নাগরপুরে ৩ হাজার ৬শ’ ২ মিটার দৈর্ঘ্যরে রাস্তায় পিচ ঢালাই ও ৩টি বক্স কালভার্ট নির্মাণের কাজ শুরু হয় ২০২০ সালে। যা শেষ হওয়ার কথা ছিলো ২০২১ সালে।
এমআরআরআইডিপি প্রকল্পের আওতায় সাবেক প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু'র নিজ ইউনিয়ন গয়হাটা থেকে ভারড়া পর্যন্ত রাস্তা নির্মাণের জন্য টেন্ডার আহবান করা হয় ৪ কোটি ৪০ লাখ টাকার।
কাজটি দেয়া হয় আহসানুল ইসলাম টিটু'র মদদপুষ্ট ‘সৈয়দ মুজিবুর রহমান এন্ড অবনী এন্টারপ্রাইজ’ নামক ঠিকাদারি প্রতিষ্ঠানকে। কিন্তু ৫ বছরেও শেষ হয়নি কাজ। স্থানীয়দের অভিযোগ, গত ৫ আগষ্টের পর থেকে পলাতক রয়েছে ঠিকাদার হেকমত আলী। খানাখন্দে ভরা রাস্তায় বছরের পর বছর ধরে ভোগান্তি পোহাচ্ছে সাধারণ জনগণ।
একই প্রকল্পের আওতায় দপ্তিয়ার ইউনিয়ন পরিষদ থেকে তেবাড়িয়া রাস্তার ১৬০০ মিটার অংশের নির্মাণের কাজ ২০১৯ সালে শুরু হয়। যা ২০২০ সালে শেষ হওয়ার কথা ছিলো। এই রাস্তা নির্মাণে ২ কোটি ২০ লাখ টাকা ব্যয় নির্ধারণ করে এলজিইডির সাথে চুক্তিবদ্ধ হয় উপজেলার পাড়দিঘুলিয়ার ফ্রেন্ডস কনস্ট্রাকশন নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। একই চিত্র এই রাস্তাটিরও।
নাগরপুর উপজেলা এলজিইডি'র প্রকৌশলী মো. বখতিয়ার হোসেন জানান, রাস্তার অসমাপ্ত কাজের বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে অর্থ লোপাটের মামলাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে এলজিইডি।
ভিওডি বাংলা/ এমএইচ
আগামীকাল মোঃ ইসমাইল হোসেন এর ১১ম মৃত্যুবার্ষিকী
গাজীপুর জেলার শ্রীপুরের বিশিষ্ট সমাজসেবক মোঃ ইসমাইল হোসেন এর ১১ম …

করিমগঞ্জে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৩২
কিশোরগঞ্জের করিমগঞ্জে চলন্ত মোটরসাইকেলের চাকা থেকে শরীরে কাঁদা ছিটে যাওয়াকে …

ফ্রেন্ডশিপ সোসাইটি বাঁশখালী পৌরসভার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত
চট্টগ্রামের বাঁশখালীতে ফ্রেন্ডশিপ সোসাইটি পৌরসভার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
…