• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে তারেক রহমানের বাণী মানুষের পশুত্ব বর্জনই হোক সবার অঙ্গীকার : তারেক রহমান টানা ৪ দিনের ছুটি মিলছে সরকারি কর্মচারীদের

বাংলাদেশকে রক্ষা করতে ঐক্যবদ্ধ থাকতে হবে- দুদু

   ১ মার্চ ২০২৫, ০৪:০৮ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক

বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি নিয়ে নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, বিশেষ কোনো সুবিধার জন্য, বিশেষ কোনো স্বার্থে, বিশেষ কোনো গোষ্ঠীর জন্য যদি স্থানীয় নির্বাচনের সিদ্ধান্ত নেয়া হয় তাহলে দেশের পরিনতি, পরিস্থিতি খারাপ হতে পারে। 

শনিবার (১ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে দেশ বাঁচাও-মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম সাধারণ জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার দাবিতে এক নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন। এসময় অনতিবিলম্বে আইন শৃঙ্খলা বাহিনী পুনঃপ্রতিষ্ঠা করে সাধারণ জনগণকে স্বস্তি দেওয়ার দাবিও জানান তিনি।

শামসুজ্জামান বলেন, শেখের বেটির আমলে যেমন গুম, খুন, ছিনতাই হত এখনো তাই হচ্ছে। মানুষ আতঙ্কে আছে। ঘর থেকে বাহির হতে ভয় পায়। চট্টগ্রামে একটি বিশেষ বাহিনীর সাথে সাধারণ জনগণের যে যুদ্ধ, সেই যুদ্ধে একজন ছাত্র নিহত হয়েছে। সেই নিহত ছাত্রর ময়নাতদন্ত যেভাবে হয়েছে, শেখ হাসিনার আমলেও একইভাবে ময়নাতদন্ত হত। রাস্তা-ঘাটে ছিনতাই হচ্ছে লুটপাট হচ্ছে, খুন হচ্ছে। যদি একটা নির্বাচিত সরকার থাকত, তাহলে দেশের এই পরিস্থিতি হতো না।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে দেশে যে অস্বাভাবিক অবস্থা ছিল। নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয় ক্ষমতার বাহিরে ছিল। সবকিছু সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে। ২৪ এর গণঅভ্যুত্থানের পর মানুষ যেটা আশা করেছিল সেটা পাচ্ছে না। আগেও যে সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণ করত, এখনো সেই সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণ করছে। কোন পরিবর্তন হয় নাই। তাহলে এই দেশের জন্য, দেশের জনকের জন্য কি পরিবর্তন হলো?

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, আমরা জাতীয় নির্বাচনের কথা বলেছি। স্থানীয় নির্বাচনের জন্য ১৭ বছর ধরে আন্দোলন হয়নি, ইলিয়াস আলী গুম হয় নাই। বিএনপির নেতাকর্মীদের নামে ৬০ লক্ষ মামলা হয়নি। এটা বুঝতে হবে এই সরকারকে। যদি বিশেষ কোনো সুবিধার জন্য, বিশেষ কোনো স্বার্থে, বিশেষ কোনো গোষ্ঠীর জন্য, স্থানীয় নির্বাচনের সিদ্ধান্ত নেয়া হয় তাহলে দেশের পরিনতি, পরিস্থিতি খারাপ হতে পারে। তাই সরকারের দৃষ্টি আকর্ষণ করব। বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি নিয়ে নির্বাচন এর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য।

তিনি বলেন, যে লক্ষ্যে আমরা গণঅভ্যুত্থান করেছি তা হচ্ছে বাংলাদেশকে রক্ষা করো। তারেক রহমান বলেছেন প্রথম বাংলাদেশ। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছেন জীবন বাংলাদেশ, মরণ বাংলাদেশ। তাই বাংলাদেশের স্বার্থ আগে। এ বাংলাদেশকে রক্ষা করতে আমাদেরকে ঐক্যবদ্ধ ভাবে থাকতে হবে। 

সাবেক এই সংসদ সদস্য বলেন, সীমান্তে প্রতিদিনই মানুষ হত্যা করা হচ্ছে। নির্বিচারে বাংলাদেশের জনগণের উপর হামলা করা হচ্ছে, আক্রমণ করা হচ্ছে। এ বিষয়ে বর্তমান সরকারের কোন উদ্যোগ নেই। সরকারের এই বিষয়টা ভালোভাবে দেখা উচিত। 

এ সময় তিনি সকল জনগণকে আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশকে রক্ষা করতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে থাকতে হবে। ঐক্যবদ্ধ ছাড়া বাংলাদেশ রক্ষা করা কঠিন হবে। 

দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে নাগরিক সমাবেশে আরব বক্তব্য দেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান। এসময় মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক সম্পাদক লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ারসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে গণতন্ত্র অনিশ্চয়তার মধ্যে পড়বে: দুদু
ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে গণতন্ত্র অনিশ্চয়তার মধ্যে পড়বে: দুদু
এনসিপির কাঁধে ভর করে ফসল ঘরে তুলল জামায়াত
এনসিপির কাঁধে ভর করে ফসল ঘরে তুলল জামায়াত
৭ দাবিতে ৩ দিনের কর্মসূচি দিয়েছে জাগপা
৭ দাবিতে ৩ দিনের কর্মসূচি দিয়েছে জাগপা