• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তারেক রহমান

১২ ফেব্রুয়ারি হোক মানুষের ভাগ্য পরিবর্তনের দিন

টাঙ্গাইল প্রতিনিধি    ৩১ জানুয়ারী ২০২৬, ১০:১৬ পি.এম.
কথা বলছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সংগৃহীত ছবি

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি সঠিক ব্যক্তির পক্ষে রায় দিয়ে দেশের মানুষ তাদের ভাগ্য পরিবর্তন করতে পারে। তিনি বলেন, ৫ আগস্টের পরিবর্তন শুধু রাজনৈতিক পরিবর্তন হলে চলবে না, এই পরিবর্তন হতে হবে মানুষের ভাগ্য পরিবর্তনের সূচনা।

শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার দরুন চরজানা বাইপাস এলাকায় অনুষ্ঠিত নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, “১২ ফেব্রুয়ারি শুধু নির্বাচনের দিন নয়, এটি হতে হবে মানুষের ভাগ্য পরিবর্তনের দিন। সে কারণেই এই নির্বাচন দেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিগত সময়ে সাধারণ মানুষ তাদের ন্যায্য দাবি ও অধিকার থেকে বঞ্চিত হয়েছে। এই নির্বাচনের মাধ্যমেই সেই অধিকার ফিরে পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।”

তিনি বলেন, “বিগত দিনে ঢাকাসহ বড় বড় শহরে মেগা প্রকল্পের নামে উন্নয়ন হয়েছে, কিন্তু একইসঙ্গে হয়েছে মেগা দুর্নীতি। আমরা খুন, গুম, গায়েবি মামলা যেমন দেখেছি, তেমনি দেখেছি ব্যাপক দুর্নীতি। এখন এই অবস্থার পরিবর্তনের সময় এসেছে।”

বিএনপির চেয়ারম্যান আরও বলেন, “এই পরিবর্তন আনতে হলে ৫ আগস্টের মতো ঐক্যবদ্ধ হয়ে ভোটারদের ভোটকেন্দ্রে যেতে হবে। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ভোট দিয়ে যদি গণতন্ত্রকে শক্তিশালী করা না যায়, তাহলে যে গণতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা চলছে তা বাধাগ্রস্ত হবে। একটি জবাবদিহিমূলক সরকার গঠন করতে জনগণকেই এগিয়ে আসতে হবে। কারণ এই দেশ কীভাবে চলবে, তার সিদ্ধান্ত নেবে জনগণ—এই জনগণই দেশের প্রকৃত মালিক।”

তিনি বলেন, “টাঙ্গাইলের তাঁতের শাড়ি ও আনারস বিদেশে রফতানির পরিকল্পনা রয়েছে আমাদের। পাটশিল্প পুনরুজ্জীবিত করতে মিল-কারখানা গড়ে কর্মসংস্থান সৃষ্টি করা হবে। কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ এবং নারীদের জন্য ফ্যামিলি কার্ড নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।”

এ সময় তিনি ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দেওয়ার পাশাপাশি নেতাকর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার নির্দেশনা দেন।

জনসভায় তারেক রহমানের সহধর্মিনী ডা. জোবাইদা রহমান, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু ও আহমেদ আযম খান, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, নির্বাহী কমিটির সদস্য ওবায়দুল হক নাসির, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে টাঙ্গাইলের আটটি আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তারেক রহমান। দীর্ঘ ২১ বছর পর টাঙ্গাইল সফরে আসেন তিনি। এটি ছিল তার টাঙ্গাইলে প্রথম রাজনৈতিক সফর।

তার সফরকে ঘিরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। জনসভাস্থল নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেনীর রেলগেইট এলাকায় ব্যাটারিচালিত অটোচালককে কুপিয়ে হত্যা
ফেনীর রেলগেইট এলাকায় ব্যাটারিচালিত অটোচালককে কুপিয়ে হত্যা
মিঠামইনে বৃদ্ধ কৃষককে গলা কেটে হত্যা
মিঠামইনে বৃদ্ধ কৃষককে গলা কেটে হত্যা
বন্ধুদের অনুদানে হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী তহবিল ১৪ লাখ টাকা
বন্ধুদের অনুদানে হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী তহবিল ১৪ লাখ টাকা