নির্বাচন হবে ২০ কোটি মানুষের ভবিষ্যতের জন্য: ইশরাক

ঢাকা-৬ আসনের বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, নির্বাচনের মাধ্যমে দেশের ২০ কোটি মানুষের ভবিষ্যত নির্ধারিত হবে। এটি কোনো একটি দলের বিষয় নয়, বরং সমগ্র জাতির জন্য অপরিহার্য।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজধানীর ওয়ারী ৪১ নম্বর ওয়ার্ড এলাকায় নির্বাচনী প্রচারণাকালে সাংবাদিকদেরকে তিনি এসব কথা বলেন।
ইশরাক জানান, তার নির্বাচনী এলাকায় বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হলো গ্যাস সংকট। যেখানেই যাচ্ছেন, বিশেষ করে নারীরা গ্যাস সংকটের তীব্রতা তুলে ধরছেন। গ্যাসের অভাবে গৃহস্থালি কাজ ও দৈনন্দিন জীবনযাপন অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। এ কারণে এই সমস্যার সমাধান অগ্রাধিকার ভিত্তিতে করা হবে।
ইশরাক হোসেন আরও বলেন, এলাকায় তীব্র যানজট এবং অবৈধভাবে দখলকৃত রাস্তা ও ফুটপাতও সমস্যার অন্যতম কারণ। এতে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে এবং সাধারণ মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছে না। আগামী বর্ষা মৌসুমের আগে ড্রেনেজ ব্যবস্থাকে সচল করতে না পারলে জলাবদ্ধতার সমস্যা বেড়ে যাবে। এই সমস্যা গুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করা হবে।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, মাদক, সন্ত্রাস, চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মতো অপরাধ বেড়ে গেছে। তিনি আশ্বস্ত করেছেন, সরকার গঠনের পর আইন-শৃঙ্খলা উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে।
নির্বাচন সুষ্ঠু হবে কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তা শেষ পর্যন্ত রাজনৈতিক দলের সদিচ্ছার ওপর নির্ভর করবে। ঢাকা-৬ আসনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় আছে এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে। তবে তিনি ব্যক্তিগত আক্রমণ ও অসৌজন্যমূলক বক্তব্য বন্ধ করার আহ্বান জানিয়েছেন, কারণ এ ধরনের আচরণ বড় ধরনের সংঘর্ষের জন্ম দিতে পারে।
ইশরাক হোসেন বলেন, নির্বাচন বানচাল করার কোনো ষড়যন্ত্র গ্রহণযোগ্য নয়। একটি নির্বাচিত সরকার ছাড়া বাংলাদেশের কোনো সমস্যা সমাধান সম্ভব নয়। অন্তর্বর্তী সরকারের মাধ্যমে দীর্ঘমেয়াদি সমাধান সম্ভব নয়। তাই নির্বাচন বাধ্যতামূলক এবং এ নিয়ে কোনো সংশয় নেই।
তিনি বলেন, অতীতেও তিনি ঘোষণা করেছেন-প্রয়োজনে প্রার্থী শহীদ হলেও, দেশের ২০ কোটি মানুষের ভবিষ্যতের জন্য নির্বাচন থামানো যাবে না। নির্বাচন হতে হবে ইনশাল্লাহ।
ভিওডি বাংলা/জা







