সালাহউদ্দিন আহমদ:
নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে উত্তেজনা ছড়ানো হচ্ছে

কক্সবাজারের চকরিয়া উপজেলার উত্তর হারবাং বত্তাতলী স্টেশনে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনী পথসভায় অংশগ্রহণকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমদ দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
তিনি বলেন, “বিগত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামী মিছিল ও সমাবেশের মাধ্যমে উত্তেজনা সৃষ্টি করা হয়েছে। এসব বিচ্ছিন্ন ঘটনার উদ্দেশ্য নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা।”
সালাহউদ্দিন আহমদ আরও উল্লেখ করেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে তার দেখার দায়িত্ব রয়েছে সরকার, নির্বাচন কমিশন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। অবশ্যই প্রতিবাদ করা যাবে, তবে তা শালীন ও শান্তিপূর্ণ হওয়া উচিত। কোনো অবস্থাতেই বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না।”
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি কেউ এই পরিস্থিতিকে রাজনৈতিকভাবে ব্যবহার করে মাঠ গরম করতে চায়, তবে আমরা স্পষ্ট করে দিতে চাই, বাংলাদেশের জনগণ গণতান্ত্রিক উত্তরণের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। এই প্রক্রিয়াকে যারা বাধাগ্রস্ত করবে, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে।”
ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, “আল্লাহর রাব্বুল আলামিন হাশরের ময়দানে বিচার করবেন কে কোথায় যাবে। এ ফয়সালা কোনো রাজনৈতিক দল করতে পারে না। শুধু দলের নামের শেষে ‘ইসলাম’ থাকলেই কেউ ইসলামের প্রতিনিধি নয়। এ ধরনের প্রতারণা দিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না।”
তিনি আরও বলেন, “রাজনীতি মানে দেশের মানুষের জন্য কী করা হবে, সেই পরিকল্পনা ও ইশতেহার জনগণের সামনে তুলে ধরা। জনগণ পছন্দ করলে ভোট দেবে। তাই ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা উচিত নয়।”
পথসভায় সভাপতিত্ব করেন উত্তর হারবাং ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল উল্লাহ নুরু। এছাড়া বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী এবং বিএনপি নেতা শফিউল আলম প্রমুখ।
সালাহউদ্দিন আহমদের ভাষণে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার সুরক্ষা ও শান্তিপূর্ণ নির্বাচনের গুরুত্বে জোর দেওয়া হয়। তিনি জনগণকে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করেন এবং সকল রাজনৈতিক দলকে শৃঙ্খলা ও আইন মেনে চলার আহ্বান জানান।
ভিওডি বাংলা/জা







