• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

উত্তরায় তারেক রহমান:

জয়ী হলে সবার আগে জলাবদ্ধতা সমস্যার সমাধান করা হবে

নিজস্ব প্রতিবেদক    ২৮ জানুয়ারী ২০২৬, ০৯:২১ এ.এম.
উত্তরার আজমপুর ঈদগাহ মাঠে মঙ্গলবার রাতে নির্বাচনী জনসভায় বক্তব্য দেন তারেক রহমান-সংগৃহীত ছবি

রাজধানীর উত্তরার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ জলাবদ্ধতা সমস্যার সমাধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক বিজয়ী হলে সবার আগে উত্তরার জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান করা হবে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত আনুমানিক ১টার দিকে রাজধানীর উত্তরার আজমপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

তারেক রহমান বলেন, উত্তরার মানুষ বছরের পর বছর জলাবদ্ধতার কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছে। সামান্য বৃষ্টিতেই সড়ক, বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান পানিতে তলিয়ে যায়। এই সমস্যার সমাধান না করে কোনো উন্নয়নই টেকসই হতে পারে না। তাই বিএনপি ক্ষমতায় গেলে পরিকল্পিত নগর ব্যবস্থাপনার মাধ্যমে দ্রুত এই সংকট নিরসন করা হবে।

২০২৪ সালের ৫ আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে উত্তরাবাসীর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করে বিএনপি চেয়ারম্যান বলেন, দীর্ঘ ১৬-১৭ বছর ধরে দেশের মানুষ তাদের মত প্রকাশের অধিকার, রাজনৈতিক অধিকারসহ মৌলিক অধিকার থেকে বঞ্চিত ছিল। এসব অধিকার আদায়ের আন্দোলনে অনেক মানুষ তাদের স্বজনদের হারিয়েছেন। সেই সংগ্রামে উত্তরার মানুষ অগ্রণী ভূমিকা পালন করেছে।

তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে উত্তরার জনগণের অবদান ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে। ইনশাআল্লাহ, ভবিষ্যৎ প্রজন্ম এই ত্যাগের কথা গর্বের সঙ্গে স্মরণ করবে।

একইসঙ্গে তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, যেন আর কোনো ফ্যাসিস্ট শক্তি জনগণের অধিকার হরণ করতে না পারে। গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

উত্তরার গ্যাস সংকটের বিষয়টি তুলে ধরে তারেক রহমান বলেন, জনগণ নিয়মিত গ্যাস বিল পরিশোধ করলেও ঠিকমতো গ্যাস পাচ্ছে না। এটি শুধু উত্তরার সমস্যা নয়, বরং সারা দেশের মানুষের দুর্ভোগ। বিগত সময়ে নতুন গ্যাস কূপ অনুসন্ধানে যথাযথ উদ্যোগ নেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, দেশের শিল্প ও কর্মসংস্থান বাড়াতে হলে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধান ও শিল্পকারখানা স্থাপন জরুরি। বিএনপি ক্ষমতায় গেলে জ্বালানি খাতে স্বচ্ছতা ও পরিকল্পনার মাধ্যমে এই সংকট মোকাবিলা করা হবে।

এছাড়া উত্তরার পানির সমস্যা, যানজট নিরসন এবং পরিকল্পিত নগর উন্নয়নের কথাও উল্লেখ করেন বিএনপি চেয়ারম্যান। তিনি বলেন, গণতন্ত্র সুসংহত করতে পারলে দেশের বিদ্যমান সব সমস্যার সমাধান সম্ভব। এজন্য জনগণকে গণতন্ত্রের পক্ষে ঐক্যবদ্ধ অবস্থান নিতে হবে।

এর আগে, মঙ্গলবার বেলা ১১টায় ঢাকা থেকে ময়মনসিংহে নির্বাচনী সমাবেশে অংশ নিতে রওনা হন তারেক রহমান। সেখানে সমাবেশ শেষে তিনি গাজীপুরের উদ্দেশ্যে যাত্রা করেন। রাত ১২টার দিকে উত্তরার জনসভা শেষ করে তিনি ঢাকায় ফেরেন। এ সময় তার সঙ্গে স্ত্রী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিরাজগঞ্জে জনসভার মঞ্চে তারেক রহমান
সিরাজগঞ্জে জনসভার মঞ্চে তারেক রহমান
জনবিচ্ছিন্ন হয়ে নির্বাচনে জয় সম্ভব নয়
তারেক রহমান: জনবিচ্ছিন্ন হয়ে নির্বাচনে জয় সম্ভব নয়
বোরকা পরে ভুয়া ভোট দেওয়ার চেষ্টা হলে প্রতিহত করা হবে
মির্জা আব্বাস: বোরকা পরে ভুয়া ভোট দেওয়ার চেষ্টা হলে প্রতিহত করা হবে