দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৩ নেতাকে বহিষ্কার

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিন নেতাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে বহিষ্কার করা হয়েছে। বিএনপির প্রাথমিক সদস্য পদসহ দলের সকল পর্যায়ের পদ থেকে তাদের বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন বুলু। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে তার বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
এছাড়া একই অভিযোগে মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য মজিবুর রহমান এবং মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য ও সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান ফকিরকেও দল থেকে বহিষ্কার করা হয়েছে।
অন্যদিকে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার কারণে টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলা বিএনপির উপদেষ্টা ইঞ্জি. আব্দুল হালিমকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে তাকে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পদসহ দলের সকল পর্যায়ের পদ থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, দলের শৃঙ্খলা রক্ষা এবং সাংগঠনিক ঐক্য বজায় রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভিওডি বাংলা/জা







