বিএনপি মনে করছে জামায়াতের অভিযোগ রাজনৈতিক অপপ্রচার

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদী আমীন গুলশানের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ ব্রিফিংয়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের মন্তব্যকে ‘রাজনৈতিক অপপ্রচার’ হিসেবে উড়িয়ে দিয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) সাংবাদিকদের তিনি জানান, জামায়াতের অভিযোগ যে বিএনপি ভারতের সঙ্গে তিনটি চুক্তি করেছে, সেটি সম্পূর্ণ ভিত্তিহীন।
তিনি বলেন, “একটি রাজনৈতিক দলের প্রভাবশালী নেতার দাবি মিডিয়ার তথ্যের ওপর নির্ভর করলেও কোন প্রমাণ দেখানো হয়নি। এমন দাবির কোনো বাস্তবতা নেই। এটি শুধুমাত্র রাজনৈতিক অপকৌশল বা বিভ্রান্তি ছড়ানোর প্রচেষ্টা।”
মাহাদী আমীন আরও বলেন, “বিএনপির রাজনীতি বাংলাদেশপন্থি। আমাদের নেতার নেতৃত্বে সবসময় দেশের স্বার্থ ও সার্বভৌমত্বকে অগ্রাধিকার দেওয়া হয়। জনগণের ক্ষমতায়ন ও স্বচ্ছ রাজনীতি আমাদের মূল লক্ষ্য। তাই এই ধরনের ভিত্তিহীন অভিযোগ কখনোও গ্রহণযোগ্য নয়।”
তিনি বিএনপির রাজনৈতিক কার্যক্রমের উদাহরণ তুলে ধরে বলেন, “তিস্তার পাড়ে ও পদ্মার পাড়ে ন্যায্য পানির দাবিতে ধারাবাহিক সমাবেশ ও প্রোগ্রাম আয়োজন করা হয়েছে।
সীমান্তে ফেলানি হত্যার পরও বিএনপি প্রথম প্রতিবাদ জানিয়েছে। খালেদা জিয়ার নেতৃত্বে নতজানু পররাষ্ট্র নীতি থেকে বের হয়ে দেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই বিএনপি কাজ করে আসছে।”
মুখপাত্র বলেন, “বিএনপির রাজনীতি সর্বদা দেশের মানুষের জন্য। দেশের স্বার্থ, স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সর্বাগ্রে রাখার আমাদের প্রতিশ্রুতি অটুট।”
সংবাদ ব্রিফিংয়ে মাহাদী আমীন ভোটারদের জন্য বিএনপির হটলাইন সম্পর্কেও তথ্য প্রদান করেন। তিনি বলেন, “দেশব্যাপী ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ, অভিযোগ পর্যবেক্ষণ ও গঠনমূলক মতামত গ্রহণের জন্য বিএনপির ইলেকশন হটলাইন ১৬৫৪৩ এবং নতুন হোয়াটসঅ্যাপ হটলাইন ০১৮০৬৯৭৭৫৭৭ কার্যকর রয়েছে।
ইতোমধ্যেই হটলাইনের মাধ্যমে বহু মানুষ যোগাযোগ করেছেন এবং বিভিন্ন সমস্যা সমাধান পেয়েছেন।”
মুখপাত্র ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড সম্পর্কেও জানান, “কিছু প্রতারক চক্র বিতর্ক সৃষ্টির উদ্দেশ্যে এই কার্ডের নামে অর্থ নিচ্ছে। তবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনা অনুযায়ী ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড দেশের জনগণের জন্য বিনামূল্যে এবং যথাযথভাবে বিতরণ করা হবে।
কেউ যদি এই বিষয়ে অসাধু উদ্দেশ্যে কাজ করে, তবে আমরা জনগণকে সতর্ক করি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্য নিতে হবে।”
তিনি আরও বলেন, “ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ড বিতর্কিত করার চেষ্টা করলে তা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত। বিএনপি জনগণের কল্যাণ ও কৃষকের উন্নতির জন্য এসব কর্মসূচি বাস্তবায়ন করবে।”
সংবাদ ব্রিফিংয়ের সমাপনী বক্তব্যে মাহাদী আমীন বলেন, “বাংলাদেশে ইতিবাচক রাজনীতি ও দেশের স্বার্থে কাজ করা উচিত। অপপ্রচার, অপকৌশল ও বিভ্রান্তি ছড়ানো রাজনৈতিক পরিবেশে কোনো অংশ গ্রহণ করতে পারবে না। বিএনপির রাজনীতি দেশপ্রেম ও জনগণের কল্যাণকে কেন্দ্র করে পরিচালিত হচ্ছে।”
বিএনপির পক্ষ থেকে এই ব্রিফিংয়ে স্পষ্ট করা হয়, ভারতের সঙ্গে চুক্তি সংক্রান্ত যে অভিযোগ এসেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং এটি একটি রাজনৈতিক অপপ্রচার। বিএনপি আশা করছে, দেশের রাজনৈতিক পরিবেশে সুষ্ঠু ও স্বচ্ছ আলোচনা হবে, এবং অপপ্রচার বা বিভ্রান্তি সৃষ্টির কোনো সুযোগ দেওয়া হবে না।
ভিওডি বাংলা/জা







