ইরান পরিস্থিতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আজ

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ ও ক্রমবর্ধমান অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে জরুরি বৈঠকে বসছে।
বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বিশেষ অনুরোধে ‘ইরান পরিস্থিতি’ শীর্ষক এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। বর্তমানে নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব করছে সোমালিয়া।
গত ১২ দিন ধরে চলা আন্দোলনে ব্যাপক প্রাণহানি ও সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের মতে, ইরানের বর্তমান পরিস্থিতি বৈশ্বিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে উঠছে এবং এর সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকা প্রয়োজন।
বৈঠকে ইরানের মানবাধিকার পরিস্থিতি এবং বিক্ষোভ দমনে সরকারি বাহিনীর কঠোর অবস্থান নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। তবে কূটনৈতিক বিশ্লেষকদের মতে, রাশিয়া ও চীন বিষয়টিকে ইরানের অভ্যন্তরীণ ইস্যু হিসেবে দেখাতে পারে। ফলে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের মধ্যে এ নিয়ে তীব্র মতভেদ সৃষ্টি হতে পারে।
এর আগে ইরানের বিপ্লবী গার্ডের প্রধান ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘চূড়ান্ত জবাব’ দেওয়ার হুঁশিয়ারি দেন, যা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে।
ভিওডি বাংলা/জা







