• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মা হলেন অদিতি মুন্সী

বিনোদন ডেস্ক    ১১ জানুয়ারী ২০২৬, ০৪:১১ পি.এম.
পশ্চিমবঙ্গের কণ্ঠশিল্পী অদিতি মুন্সী। ছবি-সংগৃহীত

নতুন বছরের শুরুতেই খুশির খবর দিলেন পশ্চিমবঙ্গের কণ্ঠশিল্পী অদিতি মুন্সী। রোববার (১১ জানুয়ারি) সকালে ছেলে সন্তানের মা হয়েছেন তিনি।

জি বাংলার প্ল্যাটফর্মে কীর্তন গেয়ে পরিচিতি পান অদিতি। ২০১৮ সালে তৃণমূল কংগ্রেসের রাজনীতিবিদ দেবরাজ চক্রবর্তীকে বিয়ে করেন তিনি।

বিয়ের সাত বছরের মাথায় অদিতির কোলজুড়ে এলো ছেলে সন্তান।

রোববার সকাল ১০টা নাগাদ কলকাতার একটি হাসপাতালে ছেলের জন্ম দেন তিনি। মা ও ছেলে সুস্থ আছেন বলে গণমাধ্যমে জানিয়েছেন পরিবারের লোকজন।

বেশ কয়েক মাস থেকে মাতৃত্বকালীন ছুটিতে আছেন অদিতি। গানের অনুষ্ঠান, গানের স্কুলের পাশাপাশি বিধায়কের দায়িত্বও পালন করছেন অদিতি।

২০২১ সালে পশ্চিমবঙ্গের রাজারহাট-গোপালপুর বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচন জয় পেয়ে বিধায়ক হন এই কণ্ঠশিল্পী।

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাকরির অনিশ্চয়তায় শিক্ষিত তরুণদের টিকটক-ডলার আয় স্বাভাবিক
নাজিয়া হক অর্ষা: চাকরির অনিশ্চয়তায় শিক্ষিত তরুণদের টিকটক-ডলার আয় স্বাভাবিক
এখন আরও দ্বিগুণ উদ্যমে কাজ করছি
রাফসান সাবাব: এখন আরও দ্বিগুণ উদ্যমে কাজ করছি
মৌসুমীর সঙ্গে বিয়ের গুজব, হাসান জাহাঙ্গীরের আইনি হুঁশিয়ারি
মৌসুমীর সঙ্গে বিয়ের গুজব, হাসান জাহাঙ্গীরের আইনি হুঁশিয়ারি