• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ওসমান হাদির মরদেহ দেখতে গেলেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক    ২০ ডিসেম্বর ২০২৫, ১০:৪৭ এ.এম.
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। ছবি-সংগৃহীত

লন্ডন সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে শরিফ ওসমান হাদির মরদেহ দেখতে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (২০ ডিসেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে তিনি সরাসরি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমাগারে যান, যেখানে ওসমান হাদির মরদেহ রাখা হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) সকাল ৮টা ২২ মিনিটে তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানায় বাংলাদেশ জামায়াতে ইসলামী।

হিমাগারে জামায়াত আমির শহিদ ওসমান হাদির বড় দুই ভাইয়ের সঙ্গে কথা বলেন এবং তাদের সান্ত্বনা দেন। পরে তিনি উপস্থিত সবাইকে নিয়ে মহান আল্লাহর দরবারে শরিফ ওসমান হাদির রূহের মাগফিরাত কামনা এবং তার শাহাদাত কবুলিয়াতের জন্য দোয়া করেন।

শনিবার বেলা দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এতে আমিরে জামায়াতসহ দলের শীর্ষ নেতৃবৃন্দ অংশ নেবেন বলেও জানানো হয় ফেসবুক পোস্টে।

এ সময় জামায়াতে আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন, ঢাকা-১৭ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. এস এম খালিদুজ্জামানসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

ভিওডি বাংলা/ এমএম/এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ওসমান হাদির জানাজায় শান্তিপূর্ণ অংশগ্রহণের আহ্বান বিএনপির
ওসমান হাদির জানাজায় শান্তিপূর্ণ অংশগ্রহণের আহ্বান বিএনপির
তারেক রহমানকে স্মরণীয় সংবর্ধনা দিতে প্রস্তুত বিএনপি: ইশরাক
তারেক রহমানকে স্মরণীয় সংবর্ধনা দিতে প্রস্তুত বিএনপি: ইশরাক
দলীয় প্রার্থীদের নিয়ে চলছে তারেক রহমানের সভা
দলীয় প্রার্থীদের নিয়ে চলছে তারেক রহমানের সভা