• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সময় পরিবর্তন

শহীদ ওসমান হাদির জানাজা শনিবার সংসদ ভবনে

ভিওডি বাংলা ডেস্ক    ১৯ ডিসেম্বর ২০২৫, ১০:০২ পি.এম.
শহীদ শরিফ ওসমান হাদি। সংগৃহীত ছবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজা শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটার পরিবর্তে দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। জানাজা অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা (মানিক মিয়া অ্যাভিনিউ) এলাকায়।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার দুপুর ২টায় শহীদ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় অংশগ্রহণকারীদের জন্য কিছু নিরাপত্তা নির্দেশনাও দিয়েছে সরকার। জানাজার সময় কেউ ভারী ব্যাগ বা কোনো ভারী বস্তু বহন করতে পারবেন না। একই সঙ্গে সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টায় ওসমান হাদির মরদেহ ঢাকায় পৌঁছায়। পরে মরদেহ বিমানবন্দর থেকে হিমাগারে রাখা হয়। ইনকিলাব মঞ্চ জানিয়েছে, জানাজা শেষে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কবি কাজী নজরুল ইসলামের পাশে সমাহিত করা হবে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভয়ের সংস্কৃতি তৈরিতে হাদিকে হত্যা: ডা. জাহেদ-উর রহমান
ভয়ের সংস্কৃতি তৈরিতে হাদিকে হত্যা: ডা. জাহেদ-উর রহমান
হাদির হত্যার বিচার নিয়ে কোনো টালবাহানা সহ্য করা হবে না
সম্মিলিত নারী প্রয়াস হাদির হত্যার বিচার নিয়ে কোনো টালবাহানা সহ্য করা হবে না
হাদি হত্যার বিচার দাবিতে বায়তুল মোকাররমে জুমা-পরবর্তী বিক্ষোভ
হাদি হত্যার বিচার দাবিতে বায়তুল মোকাররমে জুমা-পরবর্তী বিক্ষোভ