• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

হাদি হত্যায় ন্যায়বিচার চাইলেন হাবিব

নিজস্ব প্রতিবেদক    ১৮ ডিসেম্বর ২০২৫, ১১:২৩ পি.এম.
ঢাকা-৯ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। সংগৃহীত ছবি

হাদি হত্যায় ন্যায়বিচার চেয়ে ঢাকা-৯ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ উসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাজধানীর ৭৪ নম্বর ওয়ার্ডে শতবাণী থিয়েটারের ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

হাবিবুর রশিদ হাবিব বলেন, নিহত শরিফ উসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা যেন তাঁকে জান্নাত নসিব করেন। একই সঙ্গে যারা এই হত্যাকাণ্ড সংঘটিত করেছে, তারা যেন অচিরেই আইনের আওতায় আসে এটাই আমাদের জোর দাবি।

তিনি আরও বলেন, এ ঘটনাকে কেন্দ্র করে কেউ যেন অপরাজনীতি করার সুযোগ না পায় এবং কেউ যেন বিএনপির প্রিয় নেতা,  মির্জা আব্বাসকে নিয়ে কোনো ধরনের চক্রান্ত বা ষড়যন্ত্র করতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। তিনি উল্লেখ করেন, মির্জা আব্বাস একজন পরীক্ষিত জাতীয়তাবাদী নেতা, যিনি দীর্ঘদিন ধরে অসংখ্য কর্মী গড়ে তুলেছেন।

হাবিব বলেন, কেউ যেন ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে তিনি আবারও হত্যাকাণ্ডে জড়িত সকল অপরাধীকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে, সে জন্য সকল প্রার্থীর উপযুক্ত নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির এই প্রার্থী।

ভিওডি বাংলা/ সবুজ/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রাভেল পাসের জন্য আবেদন করেছেন তারেক রহমান
ট্রাভেল পাসের জন্য আবেদন করেছেন তারেক রহমান
রুমির মৃত্যু স্বাভাবিক নয়
সামান্তা শারমিন রুমির মৃত্যু স্বাভাবিক নয়
বিশেষ ট্রেন-অতিরিক্ত বগি রিজার্ভ চেয়ে বিএনপির আবেদন
তারেক রহমানের প্রত্যাবর্তন বিশেষ ট্রেন-অতিরিক্ত বগি রিজার্ভ চেয়ে বিএনপির আবেদন