জাতীয় প্রেসক্লাব:
বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে অনশন

মানিকগঞ্জ-১ (ঘিওর-দৌলতপুর-শ্রীনগর) আসনে বিএনপির ঘোষিত প্রার্থী পরিবর্তন ও মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে অনশন কর্মসূচি পালন করছেন ড. খোন্দকার আকবর হোসেন বাবলু ও এলাকার নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে মানিকগঞ্জ জেলার তিন উপজেলার বিএনপি নেতাকর্মী এবং স্থানীয়রা অংশ নেন।
অনশনরত নেতাকর্মীরা অভিযোগ করেন, ত্যাগী ও মাঠপর্যায়ের নেতাদের উপেক্ষা করে বিতর্কিত ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়েছে, যা দলের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত। তাদের দাবি, বিএনপির দুঃসময়ে প্রয়াত খোন্দকার দেলোয়ার হোসেন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। সেই ধারাবাহিকতায় তার জ্যেষ্ঠ সন্তান হিসেবে ড. খোন্দকার আকবর হোসেন বাবলু দীর্ঘদিন ধরে নেতাকর্মীদের পাশে থেকে সাংগঠনিক দায়িত্ব পালন করে আসছেন।
তারা আরও বলেন, ঘোষিত প্রার্থীর বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, দখলবাজি ও নানা বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এমন ব্যক্তিকে মনোনয়ন দিলে এই আসনে ধানের শীষের বিজয় অনিশ্চিত হয়ে পড়বে। দ্রুত বর্তমান প্রার্থীর মনোনয়ন বাতিল করে ড. খোন্দকার আকবর হোসেন বাবলুকে প্রার্থী ঘোষণা করার দাবি জানান তারা।
অনশন কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে ড. খোন্দকার আকবর হোসেন বাবলু বলেন, ‘আমার বাবা খোন্দকার দেলোয়ার হোসেন বিএনপির দুর্দিনে কাণ্ডারি ছিলেন।’
ওয়ান-ইলেভেনের সময় পরিবার-পরিজনের মায়া ত্যাগ করে তিনি দলের হাল ধরেছেন। বাবার পরে আমিও মানিকগঞ্জে নেতাকর্মীদের পাশে থেকেছি, তাদের দায়িত্ব নিয়েছি। আশা করি বিএনপি আমার ত্যাগ ও পরিবারের অবদান বিবেচনা করবে।
তিনি জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই অনশন কর্মসূচি চলমান থাকবে।
ভিওডি বাংলা-সবুজ/জা







