নিরপেক্ষ নির্বাচন ছাড়া সংসদে যেতে চাই না: ইশরাক হোসেন

ঢাকা-৬ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, নিরপেক্ষ ও প্রশ্নবিদ্ধহীন নির্বাচন ছাড়া বিএনপি কখনোই সংসদে যেতে চায় না। জনগণের ভোটের মাধ্যমেই জনপ্রতিনিধি নির্বাচিত হোক এটাই দলের অবস্থান।
বুধবার (১৭ ডিসেম্বর) রাজধানীর সূত্রাপুর থানার ৪২ নম্বর ওয়ার্ডে আয়োজিত এক উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।
ইশরাক হোসেন বলেন, পুরান ঢাকার অন্যতম বড় সমস্যা হচ্ছে গ্যাস সংকট। জাতীয় গ্যাস গ্রিডে চাপ কম থাকায় এলাকায় পর্যাপ্ত গ্যাস সরবরাহ পাওয়া যাচ্ছে না। বিষয়টি জানার পর তিনি তিতাস গ্যাসের প্রধান কার্যালয়ে গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন এবং পরবর্তীতে একটি টেকনিক্যাল টিম এলাকায় পাঠানো হয়। টিমের প্রতিবেদনে গ্যাসের চাপ স্বল্পতার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
তিনি আরও বলেন, জলাবদ্ধতা, ড্রেনেজ ব্যবস্থা, মশার উপদ্রব, পরিবেশ দূষণ, যানজট ও অপরিকল্পিত নগরায়ন পুরান ঢাকার দীর্ঘদিনের সমস্যা। অল্প বৃষ্টিতেই এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়, যা সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছায়। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রতিবেদনে ঢাকা শহর বিশ্বের সবচেয়ে দূষিত নগরীর তালিকার শীর্ষে অবস্থান করছে বলেও তিনি উল্লেখ করেন।
বিএনপি প্রার্থী বলেন, দল ক্ষমতায় গেলে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে এসব সমস্যা সমাধানে কাজ করা হবে। স্থানীয় সরকারকে শক্তিশালী করে একটি বাসযোগ্য, স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব ঢাকা গড়ে তোলাই বিএনপির লক্ষ্য।
তিনি আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান। বিশেষ করে নারী ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, নিজের পছন্দের প্রার্থীকে নির্ভয়ে ভোট দিয়ে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে।
তিনি বলেন, “আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না। বিএনপির রাজনীতি স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার রাজনীতি।” তিনি দেশকে বিভক্ত করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আঃ সাত্তার, ন্যাশনাল মেডিকেল হাসপাতালের ড. আফজাল, পঞ্চায়েত কমিটির ওবায়দুল গাফ্ফার (লাল্টু), রাজনীতিবিদ সিরাজ উদ্দিন আহমেদ, মুফতী মুয়াজ, মহানগর মহিলা কলেজের শিক্ষক আমীর হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী হাজী ইসরাফিল, ৪২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ডা. সিদ্দিকুর রহমানসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও এলাকাবাসী।
ভিওডি বাংলা/এম







