• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সব মানুষ বিএনপির রাজনীতিতে আশ্রয় নিতে পারবে : সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক    ১২ ডিসেম্বর ২০২৫, ০৫:১৫ পি.এম.
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ -ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটি রাজনৈতিক শক্তি-যেখানে দেশের সব শ্রেণি-পেশার মানুষ, সব ধর্ম-বর্ণ-ভাষার নাগরিক বিএনপির পতাকার নিচে আশ্রয় নিতে পারে। তার বক্তব্যে তুলে ধরা হয় দলটির ‘সমন্বয়ভিত্তিক রাজনীতি’, গণতান্ত্রিক উত্তরণ, অতীতের রাজনৈতিক আন্দোলন এবং বর্তমান জাতীয় রাজনীতির বিভিন্ন দিক। 

শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক সপ্তাহব্যাপী কর্মসূচির ষষ্ঠ দিনের আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন। এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন।

নির্বাচনী তফসিল প্রসঙ্গ 
সালাহউদ্দিন আহমদ তার বক্তব্যে সদ্য ঘোষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে ‘গণতান্ত্রিক উত্তরণের সফল ঘোষণা’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, তফসিল ঘোষণার পর অনেকেই আপত্তি তুলেছেন কিংবা নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন; কেউ বলছেন “নো পিআর-নো ইলেকশন”, কেউ বলছেন আগে স্থানীয় সরকার নির্বাচন না হলে জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য নয়, কেউ কেউ আবার ২০২৯ সাল পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দিয়েছেন। তার মতে, এসব অবস্থান গণতান্ত্রিক প্রক্রিয়ার বিরোধী শক্তির প্রতিফলন। তিনি বলেন, বিএনপি তফসিলকে স্বাগত জানিয়েছে কারণ জনগণের ভোটাধিকার নিশ্চিত হওয়াই গণ-অভ্যুত্থানের প্রধান প্রত্যাশা ছিল।

বিএনপির রাজনৈতিক ভাবনা: সমন্বয়ের রাজনীতি
সালাহউদ্দিন আহমদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছিলেন সকল শ্রেণির মানুষের সমন্বয়ে জাতীয়তাবাদের ভিত্তি গড়ে তোলার উদ্দেশ্যে। বিএনপিকে তিনি “সমন্বয়ের রাজনীতির পাঠশালা” হিসেবে উল্লেখ করেন। তার বক্তব্যে উঠে আসে-বিএনপি ধর্ম, বর্ণ, ভাষা বা সংস্কৃতির ভিত্তিতে বিভাজন নয়, বরং সাংবিধানিক নাগরিক পরিচয়কে প্রাধান্য দেয়।

আওয়ামী লীগবিরোধী সমালোচনা
তিনি অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক বক্তব্যে আওয়ামী লীগের “ফ্যাসিবাদী আচরণ”, “দুর্নীতি”, “অর্থপাচার” ও “গণতন্ত্র বিনষ্টের” ইতিহাস যথেষ্টভাবে তুলে ধরা হচ্ছে না। তিনি দাবি করেন, কিছু দল নাকি আওয়ামী লীগের ভোট আকর্ষণের জন্য তাদের বিরুদ্ধে কোনো কথা বলছে না। তার ভাষায়-গ্রাম্য কথায় যেমন বলা হয় ‘ভাশুরের নাম নেওয়া যায় না’, তেমন আচরণ তারা দেখাচ্ছে।

এরপর তিনি আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ড নিয়ে কঠোর ভাষায় সমালোচনা করেন। বিভিন্ন সময়ে মানবাধিকার লঙ্ঘন, গুম-খুন, নির্যাতন, মামলা-হামলা ও রাজনৈতিক দমন-পীড়নের অভিযোগ তিনি পুনর্ব্যক্ত করেন। তিনি বক্তব্যে বলেন, এসব ভুলে গেলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে।

অর্থনীতি নিয়ে উদ্বেগ
সালাহউদ্দিন আহমদ অধ্যাপক দেবপ্রিয় ভট্টাচার্যের প্রকাশিত ‘হোয়াইট পেপারস অন দ্য স্টেট অব দি বাংলাদেশ ইকোনমি’ রিপোর্ট উদ্ধৃত করেন। তার দাবি-২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত রাষ্ট্রীয় কোষাগারের অপব্যবহার, অব্যাহত কর ছাড়, অস্বচ্ছ আর্থিক সুবিধা এবং রাজনৈতিক বিবেচনায় ঋণ প্রদান-এসব কারণে অর্থনৈতিক বিপর্যয় তৈরি হয়েছে।

তিনি উল্লেখ করেন, এই অপচয় থেকে নাকি দেশের দুইটি শিক্ষা বাজেট কিংবা তিনটি স্বাস্থ্য বাজেট তৈরি করা সম্ভব হতো। ব্যাংকিং এবং নন-ব্যাংকিং সেক্টরে লুটপাটের পরিমাণ দিয়ে বহু অবকাঠামো নির্মাণ করা যেত-২৪টি পদ্মা সেতু এবং ১৪টি মেট্রো রেল সিস্টেম নির্মাণের সমপরিমাণ অর্থ নষ্ট হয়েছে বলে প্রতিবেদন থেকে দাবি করেন তিনি। তিনি আরও বলেন, বিদেশে পাচার হওয়া অর্থের অঙ্ক ২৯ লাখ ২৫ হাজার কোটি টাকা পর্যন্ত হতে পারে।

বিএনপির মুক্তিযুদ্ধ প্রসঙ্গ ও ইতিহাস নিয়ে মন্তব্য
বক্তব্যে সালাহউদ্দিন ইতিহাসের বিকৃতি ও দলীয় স্বার্থে মুক্তিযুদ্ধের ব্যাখ্যা নিয়ে বিতর্কের কথা উল্লেখ করেন। তার মতে, যাদের ইতিহাস বাংলাদেশ বিরোধী অবস্থান দিয়ে শুরু হয়, তারা এখন মুক্তিযুদ্ধের পক্ষে থাকার দাবি করছে। তিনি মন্তব্য করেন, এমন বক্তব্য ভোটের মাঠে আরও শোনা যাবে।

তিনি বলেন, “বাংলাদেশের জনগণ এখন অনেক সচেতন, ধর্মের বড়ি দেখিয়ে আর ভোট চাওয়া যাবে না।”

ছাত্র রাজনীতি ও গণঅভ্যুত্থান প্রসঙ্গ
ছাত্র আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, শুধু ৩৬ দিনের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নয়, ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের পথ পাড়ি দিয়ে ছাত্র গণঅভ্যুত্থান ২০২৪ সংঘটিত হয়েছে। বহু ত্যাগ–বলিদান, রক্ত ও প্রাণের সিঁড়ি বেয়ে ২০২৪ সালের ৫ আগস্টের পরিবর্তনের ভোর এসেছে-এমন বক্তব্য তিনি তুলে ধরেন।

একটি কবিতা উদ্ধৃত করে তিনি বলেন, “মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হলো বলিদান।” তার মতে, আবেগ-নির্ভর বা ধর্মীয় আবরণে মোড়ানো রাজনীতির পরিবর্তে সুষ্ঠু পরিকল্পনা নিয়েই নির্বাচনে যেতে হবে।

বিভিন্ন কার্ডভিত্তিক সেবা: বিএনপির পরিকল্পনা
সালাহউদ্দিন আহমদ ছাত্রদলের নেতাদের উদ্দেশে বলেন, জনগণের কাছে বিএনপির পরিকল্পনাগুলো সহজ ভাষায় পৌঁছে দিতে হবে। তিনি উল্লেখ করেন-ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড, শিক্ষাব্যবস্থার উন্নয়ন, বেকার সমস্যা সমাধানসহ আটটি নতুন কর্মসূচি জনগণের সামনে তুলে ধরতে হবে। এই প্রস্তাবগুলো জনগণের মুক্তির রূপরেখা হিসেবে তিনি বর্ণনা করেন।

জনগণের দ্বারগোড়ায় বিএনপি
তিনি বলেন, জনগণের ঘরে ঘরে বিএনপির কর্মসূচি পৌঁছে দিতে পারলে বোঝা যাবে-বিএনপি বাংলাদেশের সাধারণ মানুষের দল। তার মন্তব্য-গণতন্ত্রের বিকল্প নাম বিএনপি এবং ধানের শীষ বাংলাদেশের মুক্তির প্রতীক।

অন্য বক্তাদের অংশগ্রহণ
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সঞ্চালনায় ছিলেন যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরও সভায় বক্তব্য রাখেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘লাইফ সাপোর্টে’ হাদি
‘লাইফ সাপোর্টে’ হাদি
ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ কর্মসূচি
ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ কর্মসূচি
গুলিবিদ্ধ হাদি এখন কোমায় আছেন : চিকিৎসক
গুলিবিদ্ধ হাদি এখন কোমায় আছেন : চিকিৎসক