• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক    ১২ ডিসেম্বর ২০২৫, ১২:১১ পি.এম.
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া -ছবি-ভিওডি বাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন আসিফ মাহমুদ। এই আসনে ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ, নিউমার্কেট ও কামরাঙ্গীরচরের কিছু অংশ অন্তর্ভুক্ত।

শুক্রবার (১২ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এই ঘোষণা দেন।

বার্তায় আসিফ মাহমুদ বলেন, “বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ এসেছে দীর্ঘ ১৭ বছর পর। নতুন বাংলাদেশ গঠনের স্বপ্ন বাস্তবায়ন কঠিন হলেও অসম্ভব নয়।”

তিনি আরও বলেন, “যুগ যুগ ধরে চলে আসা বিভাজনের রাজনীতি নয়, বরং প্রতিটি নাগরিকের জন্য জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা জরুরি। নতুন সামাজিক, রাজনৈতিক ও জিওপলিটিক্যাল বন্দোবস্তের বাস্তবায়ন প্রয়োজন।”

সদ্য পদত্যাগ করা এই উপদেষ্টা উল্লেখ করেন, “এই লড়াই সহজ নয়। তবে মতিউর রহমান, তারামন বিবি, নূর হোসেন, ফেলানী, আবরার ফাহাদ, আবু সাঈদ ও মুগ্ধদের আত্মত্যাগের প্রেরণা নিয়ে আমি পুনর্গঠন ও বিনির্মাণের এই লড়াই চালিয়ে যেতে চাই।”

ভিডিও বার্তায় তিনি আরও জানান, “বড় কোনও রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা, অসংখ্য নিবেদিত কর্মী বা প্রচলিত ব্যবস্থায় প্রয়োজনীয় অর্থ নেই। আমার একমাত্র অবলম্বন হবে আপনাদের সহযোগিতা ও সমর্থন, এবং দায়বদ্ধতাও থাকবে শুধুমাত্র আপনাদের প্রতি।”

নিজেকে কেবল সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে নয়, বরং ‘গণভোটের প্রার্থী’ হিসেবে উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, “দেশ সংস্কারের এই সুযোগ বাস্তবায়নে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিন।”

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তারেক রহমানের পক্ষে প্রচারণায় কোকোর স্ত্রী
তারেক রহমানের পক্ষে প্রচারণায় কোকোর স্ত্রী
এবারের নির্বাচন সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন: নাহিদ ইসলাম
এবারের নির্বাচন সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন: নাহিদ ইসলাম
নাগরিক সুবিধা নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য: হাবিব
প্রতিহিংসার রাজনীতি নয় নাগরিক সুবিধা নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য: হাবিব