• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আগামী নির্বাচন যত সহজ ভাবছেন, তত সহজ নয়: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক    ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:০৩ পি.এম.
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-ছবি-ভিওডি বাংলা

নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী কয়েকদিন পরে নির্বাচন হবে। আমি এক বছর আগে বলেছিলাম , এই নির্বাচনটি আমরা যত সহজ ভাবছি, একচুয়ালি নির্বাচনটি তত সহজ নয়। সেদিন অনেকেই আমার কথাটি একটু হেসে খেলে উড়িয়ে দিয়েছিলেন। কিন্তু আজকে কিন্তু আপনারা প্রত্যেকেই অনুধাবন করতে পারছেন আমার সেদিনকার কথার অর্থ।

তিনি বলেন, মানুষের রায় আপনার দলের পক্ষে ধানের শীষের পক্ষে আনতে হবে। নির্বাচনের দিন, ভোটের দিন, ভোটের মাধ্যমে রায় আনতে হবে। 

 বৃহস্পতিবার ১১ ডিসেম্বর সন্ধ্যায় রাজধানীর কেআইবি মিলনায়তনে যুবদলের নেতাকর্মীদের নিয়ে বিএনপি আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচিতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, দেশের জন্য কি কি করতে চাই, সেটা আমরা যদি শুধু আমাদের নিজেদের মধ্যে সীমাবদ্ধ থাকি।  তাহলে তো আমরা সংকুচিত হয়ে যাব । আমাদের কাজ হচ্ছে মানুষের ঘরে ঘরে সেই বার্তা পৌঁছে দেয়া।

 তিনি বলেন, আবারও বলতেছি এখনো যদি আমরা সিরিয়াস না হই, সামনে এই দেশের অস্তিত্ব সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে।   

নেতাকর্মীদের তারেক রহমান বলেন, গত স্বৈরাচারের ১৫ বছরের ষড়যন্ত্র সব আপনারা মোকাবেলা করেছেন,  তাহলে এখন কেন এই সামনের যে নির্বাচনী যুদ্ধ  মোকাবেলা করতে পারবেন না।  কেন, আপনার দলের যে পরিকল্পনা সেটা জনগণের কাছে তুলে ধরতে পারবেন না।

তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ছাড়া আর কোনো রাজনৈতিক দলের দেশের কল্যাণে এরকম পরিকল্পনা আছে? কোনো পত্র-পত্রিকায় দেখেছেন? দেখেননি, আমরাই তা দিয়েছি-স্বাস্থ্য, শিক্ষা, জলবায়ু,  কর্মসংস্থান, কৃষক, বানিজ্য, সব বিষয় সুনির্দিষ্ট কর্ম-পরিকল্পনা দিয়েছি-বিএনপি অতীতে বাস্তবায়ন করেছেন ইনশাআল্লাহ জনগণের ভোটে রাষ্ট্র নেতৃত্বে আসলে ভবিষ্যতে বাস্তবায়ন করবো।

তারেক রহমান বলেন, "জনগণের প্রতিনিধিত্ব করতে হবে নিজেদের সমস্যা না বলে জনগণের সমস্যা শুনতে হবে তাদের সমস্যা সমাধান করতে হবে।’

নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, "আল্লাহর রহমতে আপনি নির্বাচিত হয়ে সরকার গঠন করলে সেই সরকার আপনার দলের সরকার হবেন না-জনগণের সরকার হবেন যারা ভোট দিয়েছেন তাদের ও যারা ভোট দেননি তাদেরও সরকার হবো"

তারেক রহমান আরও বলেন, ‘স্বৈরাচার দেশের অবস্থা ধ্বংস করে গেছে। দেশকে আবার নতুন করে গড়তে হলে পরিকল্পনার প্রয়োজন। তাই বিএনপি আগামী পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে চায়।’

বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সভাপতিত্বে ও যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ প্রমুখ।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সজীব ভূঁইয়া দলে যোগদান বিষয়ে যে তথ্য দিলেন রাশেদ
সজীব ভূঁইয়া দলে যোগদান বিষয়ে যে তথ্য দিলেন রাশেদ
আবদুল কাদের মোল্লার স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে আসুন:  ডা. শফিকুর
আবদুল কাদের মোল্লার স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে আসুন: ডা. শফিকুর
আ’লীগের আমল নয়, এবার ভোট হবে নিরপেক্ষ: মির্জা ফখরুল
আ’লীগের আমল নয়, এবার ভোট হবে নিরপেক্ষ: মির্জা ফখরুল