• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বলিউড ছাড়লেন রিয়া, তবুও বছরে আয় কোটি টাকা

বিনোদন ডেস্ক    ১০ ডিসেম্বর ২০২৫, ০৫:২৮ পি.এম.
রিয়া চক্রবর্তীর। সংগৃহীত ছবি

বলিউডে ফেরার কোনো আগ্রহ নেই রিয়া চক্রবর্তীর। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুকে কেন্দ্র করে নানা বিতর্কে জড়ালেও পরে সব অভিযোগ থেকে অব্যাহতি পান তিনি। সেই অধ্যায়ের পর অভিনয় নয়, রিয়া বেছে নিয়েছেন ব্যবসার পথ—আর সেই ব্যবসাই তাকে এনে দিয়েছে কোটি টাকার সাফল্য।

২০২০ সালের ১৪ জুন সুশান্তের মৃত্যু ঘিরে তীব্র কটাক্ষ, মিডিয়া ট্রায়াল ও মামলার মাঝে জীবনের সবচেয়ে কঠিন সময় পার করেন রিয়া। অভিযোগ নিষ্পত্তির পরও আর চলচ্চিত্রে ফিরতে চাননি তিনি। বরং নতুন করে দাঁড়ানোর স্বপ্নে গড়ে তুলেছেন নিজের ব্যবসা।

রিয়া চক্রবর্তীর।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে রিয়া জানান, তার পোশাক ব্র্যান্ড ‘চ্যাপ্টার টু ড্রিপ’ গত এক বছরেই আয় করেছে প্রায় ৪০ কোটি টাকা। জীবনের দ্বিতীয় অধ্যায় শুরুর প্রতীক হিসেবেই ব্র্যান্ডের নামকরণ ‘চ্যাপ্টার টু’।

২০২৪ সালের আগস্টে অনলাইন স্টোর চালুর পর, মুম্বাইয়ের বান্দ্রায় নিজের শোরুমও প্রতিষ্ঠা করেন তিনি। অল্প সময়েই তরুণদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে তার পোশাকের কালেকশন।

ব্যবসার পাশাপাশি রিয়া পরিচালনা করছেন নিজস্ব পডকাস্ট শোও, যেখানে বহু তারকা অতিথি হয়ে আসছেন। এই পডকাস্টই তার ব্যবসা ব্র্যান্ডিংয়ের বড় মাধ্যম হয়ে উঠেছে।

রিয়ার ভাষ্যে—
“সুশান্তের ঘটনার পর ভেঙে পড়েছিলাম, কিন্তু সেখান থেকেই উঠে দাঁড়ানোর শক্তি পেয়েছি। ব্যবসা করার সিদ্ধান্তই আমাকে নতুন পথ দেখিয়েছে।”

মাত্র এক বছরেই ৪০ কোটি আয়—এটাই বলে দেয়, অভিনয় ছাড়লেও আজ সফল উদ্যোক্তা রিয়া চক্রবর্তী।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘দম’ সিনেমার শুটিংয়ে মাইনাস ২ ডিগ্রিতে রেদওয়ান রনির দল
‘দম’ সিনেমার শুটিংয়ে মাইনাস ২ ডিগ্রিতে রেদওয়ান রনির দল
ভুয়া আইডি মেয়ে নামে, চটলেন ঐশ্বরিয়া
ভুয়া আইডি মেয়ে নামে, চটলেন ঐশ্বরিয়া
মুখ্যমন্ত্রী মমতা হাসপাতালে গেলেন নচিকেতার খোঁজ নিতে
মুখ্যমন্ত্রী মমতা হাসপাতালে গেলেন নচিকেতার খোঁজ নিতে