• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নির্বাচনী কর্মসূচি নিয়ে সতর্ক থাকতে হবে: ফারুক

নিজস্ব প্রতিবেদক    ২৮ নভেম্বর ২০২৫, ১২:৫২ পি.এম.
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক। ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক বলেছেন, নির্বাচনী কর্মসূচিতে বিশৃঙ্খলা সৃষ্টি করলে পলাতক প্রেতাত্মা ও তাদের দোসররা সুযোগ নেবে। তাই যে কোনো কর্মসূচি নিয়ে সতর্ক থাকতে হবে।

শুক্রবার (২৮ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে টেক্সটাইল খাতে ষড়যন্ত্রের প্রতিবাদে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ-জেটেব আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

ফারুক বলেন, নির্বাচন বানচালের বহু ষড়যন্ত্র চলছে। আসল প্রেতাত্মারা পলাতক হলেও তাদের দোসররা বাংলাদেশে আছে। বিগত সরকারের প্রেতাত্মারা প্রতিটি সেক্টরে কাজ করছে। এই ষড়যন্ত্র প্রতিহত করার একমাত্র পথ আগামী নির্বাচনে বিএনপি'র ৩১ দফা সফল করে  সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সকালবেলা উঠে আল্লাহর নাম নিয়েই চাঁদাবাজি শুরু করেন
নাসীরুদ্দীন পাটওয়ারী: সকালবেলা উঠে আল্লাহর নাম নিয়েই চাঁদাবাজি শুরু করেন
বিএনপি ক্ষমতায় এলে প্রযুক্তি খাতে ৭ গুরুত্বপূর্ণ উদ্যোগ নেবে
এ কে এম ওয়াহিদুজ্জামান: বিএনপি ক্ষমতায় এলে প্রযুক্তি খাতে ৭ গুরুত্বপূর্ণ উদ্যোগ নেবে
গ্যাস সমস্যা ও মন্দির নির্মাণে দ্রুত উদ্যোগ নেব: ইশরাক
গ্যাস সমস্যা ও মন্দির নির্মাণে দ্রুত উদ্যোগ নেব: ইশরাক