• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

লটারি নয়

যোগ্যতার ভিত্তিতে মাঠ প্রশাসনের বদলির প্রতি জোর দাবি

নিজস্ব প্রতিবেদক    ২৫ নভেম্বর ২০২৫, ০৯:০৯ পি.এম.
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ছবি-সংগৃহীত

নির্বাচনকালীন মাঠ প্রশাসনে লটারির ভিত্তিতে বদলি করতে নির্বাচন কমিশনকে (ইসি) একটি দলের দেওয়া প্রস্তাবের পাল্টা যুক্তি তুলে ধরলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। 

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি এ যুক্তি তুলে ধরেন।

নজরুল ইসলাম বলেন, আমি ব্যক্তিগতভাবে বলছি, আমাদের দল এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়নি। আমার কাছে মনে হয়, যেমন সাংবাদিকদের মধ্যে বিশেষ যোগ্যতার ভিত্তিতে দায়িত্ব বণ্টন হয়, তেমনি রাষ্ট্রীয় দায়িত্বেও দক্ষতা বিবেচনা গুরুত্বপূর্ণ। তবে আমাদের দল এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে যা বলবে, সেটাই সর্বশেষ মতামত হবে।

সম্প্রতি ইসির সঙ্গে সংলাপে বসে বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, নিরপেক্ষ বদলির একটা উপায় হলো যে লটারির মাধ্যমে ট্রান্সফার করে দেওয়া, যার যেখানে তকদির আছে সে সেখানে চলে যাবে। এটাতে কোনো কোশ্চেন থাকে না।

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তার দায়িত্বে শামসুল
খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তার দায়িত্বে শামসুল
তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে বিএনপির কমিটি
তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে বিএনপির কমিটি
স্বাধীনতার ৫৪ বছরে এসেও গণতন্ত্র খুঁজে ফিরি: মঈন খান
স্বাধীনতার ৫৪ বছরে এসেও গণতন্ত্র খুঁজে ফিরি: মঈন খান