• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বন্ধুত্ব রাখতে চাইলে শেখ হাসিনাকে ফেরত দিন : ফারুক

নিজস্ব প্রতিবেদক    ২৩ নভেম্বর ২০২৫, ০১:৪২ পি.এম.
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক। ছবি: ভিওডি বাংলা

বাংলাদেশের সাথে বন্ধুত্ব রাখতে চাইলে শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতের প্রতি আহবান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক।

রোববার (২৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয় বাস্তুহারা দল কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফারুক বলেন,শেখ হাসিনা ৫ হাজার লোককে হত্যা করেছিল।বিনা কারণে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের সামনে বালুর ট্রাক দিয়ে ঘেরাও করে রেখেছিল।বিদ্যুৎ,ইন্টারনেট,পানির সংযোগ বন্ধ করে রেখেছিল।কেউ তখন কোনো প্রশ্ন তোলেনি!
অথচ খালেদা জিয়া বা তারেক রহমান কেউই মাথানত করেনি।তারা বিশ্বাস করতেন,একদিন এই দেশ ফ্যাসিস্টমুক্ত হবে।আজ সেই ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশে তারেক রহমানের জন্য আমরা অপেক্ষা করছি।

তিনি বলেন,আওয়ামী প্রেতাত্মাদের সাথে আঁতাত করে যারা নির্বাচন ব্যহত করতে চান,তাদের বলতে চাই,এতে কোনো লাভ হবে না।ড ইউনুসের নেতৃত্বে একটি সুষ্ঠু নির্বাচন হবে।

ভারতের উদ্দেশ্যে ফারুক বলেন,শেখ হাসিনার জন্য যে রায় হয়েছে,সে রায় কার্যকর করতে হবে।যদি বাংলাদেশের সাথে বন্ধুত্ব রাখতে চান,তাহলে অনতিবিলম্বে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে।

তিনি আরো বলেন,২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচন হবে,সে নির্বাচনে সকল কিছু ভুলে গিয়ে,তারেক রহমান যা বলবে তাই আমাদের শুনতে হবে।কে নমিনেশন পেল,কে পেল না,এসব বাদ দিয়ে,দেশে যেন আর ফ্যাসিস্টের জন্ম হতে না পারে,সেদিকে খেয়াল রাখতে হবে।

সভায় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ প্রমুখ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তার দায়িত্বে শামসুল
খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তার দায়িত্বে শামসুল
তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে বিএনপির কমিটি
তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে বিএনপির কমিটি
স্বাধীনতার ৫৪ বছরে এসেও গণতন্ত্র খুঁজে ফিরি: মঈন খান
স্বাধীনতার ৫৪ বছরে এসেও গণতন্ত্র খুঁজে ফিরি: মঈন খান