• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ধর্মকে রাজনীতির অস্ত্র বানানো বিশ্বাসঘাতকতা: আমিনুল হক চট্টগ্রাম বন্দর বিদেশীদের হাতে তুলে দেওয়ায় ১২ দলীয় জোটের তীব্র নিন্দা গণতন্ত্র রক্ষায় তত্ত্বাবধায়ক পুনর্বহালের রায় ইতিবাচক: রিজভী মহাসড়ক অবরোধ করে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ সুষ্ঠু নির্বাচনের জন্য সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিতে হবে স্বতন্ত্র হলেও আওয়ামী লীগ নেতাদের নির্বাচন করতে দেয়া হবে না তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায়ে যা বললেন খসরু ‘শুটার জনি’র সঙ্গে ৩০ হাজার টাকায় চুক্তি হয়: র‌্যাব নারীদেরকে পিছনে রেখে আমরা এগিয়ে যেতে পারব না: ধর্ম উপদেষ্টা প্রচারে তারেক ও জিয়ার ছবি ব্যবহার করা যাবে না: এনসিপি

আ’লীগ সরকারের আদানি চুক্তির মত এই সরকারও একই পথে হাঁটছে: সাইফুল হক

নিজস্ব প্রতিবেদক    ২০ নভেম্বর ২০২৫, ০৮:৩৬ পি.এম.
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। ছবি- ভিওডি বাংলা

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, বন্দরে বিদেশীদের সাথে কনটেইনার টার্মিনাল চুক্তি সরকারের উদ্দেশ্য নিয়ে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। আওয়ামী লীগ সরকারের আদানি চুক্তির মত এই সরকারও একই পথে হাঁটছে। অস্বচ্ছ প্রক্রিয়ায় অস্বাভাবিক দ্রুততায় বিদেশি কোম্পানির হাতে কনটেইনার টার্মিনাল তুলে দেয়া জাতীয় স্বার্থের পরিপন্থী। কঠোর গোপনীয়তায় তাড়াহুড়ো করে টার্মিনাল সংক্রান্ত চুক্তি দেশের নিরাপত্তা ঝুঁকি বাড়িয়ে তুলবে। অবিলম্বে জাতীয় স্বার্থের পরিপন্থী বিপজ্জনক কাজে টার্মিনাল চুক্তি থেকে সরে আসুন।

বৃহস্পতিবার ২০ নভেম্বর পার্টির বিক্ষোভ সমাবেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পার্টির সাধারণ সম্পাদক বলেন, অস্বচ্চ প্রক্রিয়ায় যেভাবে একটি ৩০ বছর আর একটি ২২ বছরের পরিচালনা জন্য দুটি বিদেশি কোম্পানির সাথে চুক্তি করে লীজ দেয়া হয়েছে দেশপ্রেমিক কোন সরকার এই ধরনের পদক্ষেপ নিতে পারে না। অন্তর্বর্তী চরিত্রের একটি সরকারের টার্মিনাল বিদেশিদেরকে দেয়ার জন্য কেন এই তাড়াহুড়া তাও পরিস্কার নয়।

তিনি বলেন, বিদেশীদের হাতে কনটেইনার টার্মিনাল পোর্ট নির্মাণ ও পরিচালনার দায়িত্ব দেয়ার সাথে জাতীয় স্বার্থ ও জাতীয় নিরাপত্তার প্রশ্ন যুক্ত রয়েছে। রাজনৈতিক সমঝোতা ও বোঝাপড়া ছাড়া অন্তর্বর্তী সরকার রাষ্ট্রের নীতিনির্ধারণী বিষয়ে এই ধরনের কোন সিদ্ধান্ত নিতে পারে না। অতীতে সরকার জাতীয় জনমতকে উপেক্ষা করে ও জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে নানা চুক্তি করায় জনরোষের শিকার হয়েছিল।

সাইফুল হক বলেন, ভারতীয় আদানি গোষ্ঠীর সাথে আওয়ামী লীগ সরকারের অসম ও অন্যায় চুক্তির খেসারত এখনও বাংলাদেশকে দিতে হচ্ছে। বিস্ময়করভাবে অন্তর্বর্তী সরকারও স্বৈরাচারী আওয়ামী লীগ সরকরের পথে হাটছে।

তিনি উল্লেখ করেন কঠোর গোপনীয়তার সাথে জিটুজি পদ্ধতিতে প্রতিযোগিতামূলক দরপত্র ব্যতিরেকে যেভাবে এই  চুক্তি করা হয়েছে তাতে সরকারের উদ্দেশ্য নিয়েও নানা প্রশ্ন দেখা দিয়েছে। যে সরকারের বয়স আর তিন মাস সেই সরকারকে কেন প্রবল বিরোধিতা আর বিতর্কের মধ্যে এই চুক্তি করতে হবে তার যুক্তিসঙ্গত কোন ব্যাখ্যা নেই।

অনতিবিলম্বে সরকারকে বিদেশীর দিয়ে ও তাদের পরিচালনায় টার্মিনাল সংক্রান্ত চুক্তি থেকে সরে আসতে সরকারের প্রতি আহবান জানান সাইফুল হক। তিনি অতীতে স্বাক্ষরিত দেশ ও জনস্বার্থ বিরোধী এই ধরনের চুক্তির পর্যালোচনা ছাড়া নতুন কোন চুক্তি না করার দাবি জানান। একইসঙ্গে এই চুক্তি বাতিল করে নিজেদের জাতীয় সক্ষমতা বৃদ্ধির বিষয়ে মনোযোগ দিতে সরকার ও সংশ্লিষ্ট সবার প্রতি আহবান জানান এই নেতা।
 
সমাবেশে আকবর খান বলেন, সরকারকে যা খুশী তাই করতে দেয়া হবে না। প্রয়োজন এই চুক্তি বাতিলে অচিরেই বৃহত্তর কর্মসূচী দেয়া হবে।

সমাবেশ শেষে বিদেশি কোম্পানির সাথে কনটেইনার টার্মিনাল চুক্তি বাতিলসহ বিভিন্ন দাবিতে পার্টির নেতা কর্মীদের বিক্ষোভ মিছিল তোপখানা রোড, বিজয়নগর ও সেগুনবাগিচা প্রদক্ষিণ করে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এসে শেষ হয়।

ভিওডি বাংলা/ এমএইচপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষ রক্তবিন্দু দিয়ে বাংলার মানুষ ভারতীয় আধিপত্যবাদ রুখে দাঁড়াবে
শেষ রক্তবিন্দু দিয়ে বাংলার মানুষ ভারতীয় আধিপত্যবাদ রুখে দাঁড়াবে
চট্টগ্রাম বন্দর বিদেশীদের হাতে তুলে দেওয়ায় ১২ দলীয় জোটের তীব্র নিন্দা
চট্টগ্রাম বন্দর বিদেশীদের হাতে তুলে দেওয়ায় ১২ দলীয় জোটের তীব্র নিন্দা
গণতন্ত্র রক্ষায় তত্ত্বাবধায়ক পুনর্বহালের রায় ইতিবাচক: রিজভী
গণতন্ত্র রক্ষায় তত্ত্বাবধায়ক পুনর্বহালের রায় ইতিবাচক: রিজভী