• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ হিসেবেই কিবরিয়াকে হত্যা: মুন্না

নিজস্ব প্রতিবেদক    ১৮ নভেম্বর ২০২৫, ০৩:৩৬ পি.এম.
আব্দুল মোনায়েম মুন্না। ছবি: সংগৃহীত

দেশে নির্বাচন বানচালে কাজ করছে বিভিন্ন কৌশলী ও কুশীলবরা এই ষড়যন্ত্রের অংশ হিসেবেই যুবদল নেতা গোলাম কিবরিয়াকে হত্যা করা হয়েছে এমন মন্তব্য করেছেন সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে রাজধানীর ডিপ্লোমাইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে (আইডিইবি) ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আয়োজনে 'ধানের শীষের প্রার্থীর বিজয় নিশ্চিতে জাতীয়তাবাদী যুবদলের করণীয়' শীর্ষক মতবিনিময় সভার আয়োজনে তিনি এ মন্তব্য করেন।

একই সাথে গোলাম কিবরিয়া হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও তাদের শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।
 
অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতার কারণে দেশে মবক্রেসি চালু হয়েছে মন্তব্য করে দেশকে সংকট থেকে বাঁচানোর জন্য দ্রুত নির্বাচন প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
 
একই অনুষ্ঠানে কথা বলেন, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। বলেন, যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যাই প্রমাণ করে আইনশৃঙ্খলা বাহিনী দেশে যেভাবে দায়িত্ব পালন করার কথা ছিল সেভাবে দায়িত্ব পালন করতে পারছে না।
 
এসময় তিনি দলের নেতাকর্মী ও সমর্থকদের নির্বাচন পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের পক্ষে প্রচার প্রচারণা করার আহ্বান জানান।
 
ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচন কার্যক্রম পরিচালনায় বিএনপির নতুন কার্যালয়
নির্বাচন কার্যক্রম পরিচালনায় বিএনপির নতুন কার্যালয়
বিএনপির রিল মেকিং প্রতিযোগিতা
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন বিএনপির রিল মেকিং প্রতিযোগিতা
পাতানো নির্বাচনে যাব না: কাদের সিদ্দিকী
পাতানো নির্বাচনে যাব না: কাদের সিদ্দিকী