• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কুড়িগ্রামে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

কুড়িগ্রাম প্রতিনিধি    ১৭ নভেম্বর ২০২৫, ০৫:২৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

“দক্ষ জনশক্তি-দেশ গঠনের মূল ভিত্তি” এ প্রতিপাদ্য নিয়ে কুড়িগ্রামে গণপ্রকৌশল দিবস-২০২৫ ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) এর ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) সকালে কুড়িগ্রাম জেলা পরিষদ প্রাঙ্গণে পায়রা উড়িয়ে অতিথিবর্গ দিবসের সূচনা করেন। 

পরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুড়িগ্রাম শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবু তাহের এবং বিশেষ অতিথি জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম। 

এছাড়াও বক্তব্য রাখেন, আইডিইবি’র কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি প্রকৌশলী রায়হান মিক্রা, যুগ্ম সাধারণ সম্পাদক রুকুনুজ্জামান বাবু প্রমুখ।

বক্তারা বলেন, দেশের ৮৫ ভাগ উন্নয়ন কাজে ডিপ্লোমা প্রকৌশলীরা জড়িত। তাদের নিরলস শ্রমে উন্নয়ন কাজগুলো বাস্তব রূপে বিকশিত হয়। তাই তাদের স্বার্থ সংশ্লিষ্ট সকল বিষয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

পরে জেলায় কর্মরত বিভিন্ন প্রকৌশল অধিদপ্তর ও বিভাগের ডিপ্লোমা প্রকৌশলীগণ এবং বিভিন্ন পলিটেকনিক ও টেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা একটি বর্ণাঢ্য র‌্যালী বের করেন। র‌্যালীটি শহরের বিভিন্ন শহর প্রদক্ষিণ শেষে সড়ক ও জনপথ বিভাগে গিয়ে শেষ হয়।


ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাতক্ষীরার সেনা অভিযানে অস্ত্র-গুলিসহ বনদস্যু আটক
সাতক্ষীরার সেনা অভিযানে অস্ত্র-গুলিসহ বনদস্যু আটক
শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে নবাবগঞ্জে পুলিশের টহল জোরদার
শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে নবাবগঞ্জে পুলিশের টহল জোরদার
কুড়িগ্রাম- ৪ আসনে লিপিকে মনোনয়ন দেওয়ার দাবিতে মানববন্ধন
কুড়িগ্রাম- ৪ আসনে লিপিকে মনোনয়ন দেওয়ার দাবিতে মানববন্ধন