• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বাঁশখালীতে সাঙ্গু নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি    ১৭ নভেম্বর ২০২৫, ১২:১৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

চট্টগ্রামের বাঁশখালীর পুকুরিয়া এলাকার মোঃ ছগীরের নেতৃত্বে একটি চক্র শঙ্খ নদীতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করছে। অবৈধ বালু তোলার ফলে নদী তীরের ফসলি জমি, বসতবাড়ি ও পানি উন্নয়ন বোর্ডের স্থাপন করা জরুরি জিও ব্যাগ তীব্র ভাঙনের মুখে পড়েছে। একই সঙ্গে ড্রেজারের অবিরাম শব্দে এলাকাবাসীর স্বাভাবিক রাত্রিযাপন ব্যাহত হওয়ারও অভিযোগ পাওয়া গেছে।

রোববার (১৬ নভেম্বর) সকাল ১০টায় এসব অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে বাঁশখালী উপজেলা প্রশাসন। 

এ সময় উপজেলার পশ্চিম পুকুরিয়া ৬নং ওয়ার্ডে শঙ্খ নদীর তীরবর্তী এলাকা থেকে পটিয়ার শোভনদন্ডী এলাকার বাসিন্দা মোঃ এরশাদের মালিকানাধীন দুটি ড্রেজার জব্দ এবং ৪ জনকে আটক করা হয়। 

জানা যায়, বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ৬নং ও ৯নং ওয়ার্ডের পশ্চিম পুকুরিয়া ও উত্তর পুকুরিয়া সীমানায় তেচ্ছিপাড়া ও কুমারখালী গ্রাম সংলগ্ন শঙ্খ নদীতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি চক্র।  

স্থানীয়দের অভিযোগ— পুকুরিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড তেচ্ছিপাড়ার মৃত এয়াকুব নবীর ছেলে মোঃ ছগীরের নেতৃত্বে এ চক্রের সদস্যরা হলেন, মনির আহমদের ছেলে মোঃ সাজ্জাত, মৃত মত্তোল আহমদের ছেলে মোঃ আছলাম, শাহ্ আলমের ছেলে আবদুল কাদের, মৃত নুর আহমদের ছেলে বেদার আহমদ, মৃত এয়াকুব নবীর ছেলে মাহমুদুল হক এবং মৃত আমির হোসেনের ছেলে মোহাম্মদ ইসমাইল।

তারা নদীর বিভিন্ন পয়েন্টে দীর্ঘদিন ধরে ড্রেজার বসিয়ে দিন-রাত বালু উত্তোলন করে আসছে। চক্রের সবাই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে জড়িত বলে  অভিযোগ স্থানীয়দের। 

বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর সানি আকন বলেন, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। আজ দুটি ড্রেজার জব্দ ও ৪ জনকে আটক করা হয়েছে। পরিবেশ ও প্রকৃতি রক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, বাল্কহেড ব্যবহার করে নদীর তলদেশ থেকে ভূগর্ভস্থ বালু উত্তোলন করা হচ্ছিল, যা বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ৫(১) ধারা অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। জব্দকৃত ড্রেজার দুটি তদন্তাধীন অবস্থায় স্থানীয় ইউপি সদস্য ফরিদ আহমদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুড়িগ্রামে পদোন্নতি বঞ্চিত ক্যাডার শিক্ষকদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি
কুড়িগ্রামে পদোন্নতি বঞ্চিত ক্যাডার শিক্ষকদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি
কুমিল্লায় আ'লীগ-ছাত্রলীগের ৪৪ নেতা-কর্মী আটক
কুমিল্লায় আ'লীগ-ছাত্রলীগের ৪৪ নেতা-কর্মী আটক
গৌরীপুরে মনোনয়ন পরিবর্তন ও হামলার প্রতিবাদে বিএনপির মানববন্ধন
গৌরীপুরে মনোনয়ন পরিবর্তন ও হামলার প্রতিবাদে বিএনপির মানববন্ধন