• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সাকসেসফুল নির্বাচন গণতন্ত্র উত্তরণের পথ: মান্না

নিজস্ব প্রতিবেদক    ১৬ নভেম্বর ২০২৫, ০৬:৪৫ পি.এম.
নাগরিক ঐক্যের সভাপতি ও গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা মাহমুদুর রহমান মান্না। ছবি: ভিওডি বাংলা

নাগরিক ঐক্যের সভাপতি ও গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা মাহমুদুর রহমান মান্না বলেছেন, এখন প্রয়োজন একটি নির্বাচন। একটি সাকসেসফুল নির্বাচন আমাদেরকে গণতন্ত্র উত্তরণের অর্ধেকটা পথ পার করে দিতে পারে।

রোববার (১৬ নভেম্বর) বিকালে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে গণসংহতি আন্দোলনের উদ্যোগে আয়োজিত মওলানা ভাসানীর ৪৯ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মান্না বলেন, “এখন আবারো একটি গণঅভ্যুত্থান হওয়ার কোনো লক্ষণ আমি দেখি না। এখন প্রয়োজন একটি নির্বাচন। একটি সাকসেসফুল নির্বাচন আমাদেরকে গণতন্ত্র উত্তরণের অর্ধেকটা পথ পার করে দিতে পারে। নির্বাচনকে আমরা কিভাবে দেখতে চাই। নির্বাচন কি একটা গণঅভ্যুত্থান হতে পারে? নির্বাচন কোনো গণঅভ্যুত্থান হতে পারে না। এই নির্বাচন আগের যেকোনো সামগ্রিক পরিস্থিতির সঙ্গে তুলনীয় নয়।

আলোচনা সভায় এসময় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, “আগে ন্যায় বিচার হয়নি বলে অভ্যুত্থান হয়েছে। এখনো যদি আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে না পারি, শুধুমাত্র ফ্যাসিস্টদের গালাগাল এবং স্থাপনা উৎখাত করলে ফ্যাসিস্ট দূর করা সম্ভব নয়। ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে না পারলে ফ্যাসিস্টদের বিতাড়ন করা সম্ভব হবে না।”

তিনি আরও বলেন, “গণতান্ত্রিক উত্তরণের জন্য নির্বাচনের প্রয়োজন।  আমরা জনগণের পক্ষের শক্তি হয়ে থাকতে চাই। একটি-দুইটি সিটের জন্য আমরা কারো পেছনে হাঁটছি না। ফ্যাসিস্টের বিরুদ্ধে যে যুগপৎ লড়াই করেছি, সেই কাজ সম্পূর্ণ করা পর্যন্ত আমরা আমাদের কর্তব্য পালন করবো।”

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, “এই সরকারের উপর আস্থা রেখে আমরা একটা সুষ্ঠু নির্বাচন আশা করতে পারি কিনা, সেটা আমি বুঝতেছি না। আমরা যদি কারো সাথে জোট করি সেটা ভিন্ন বিষয়। কিন্তু, সরকারের তো আচরণ নিরপেক্ষ হওয়া প্রয়োজন। সরকারের আচরণে আমরা সেটি দেখছি না। সরকারের কর্মকাণ্ড মোটেও সন্তোষজনক নয়। আমরা চাই আগামী নির্বাচন যাতে সুষ্ঠু হয়। কিন্তু সেই আলামতও দেখা যাচ্ছে না।”   

বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, “দেশের প্রতি এবং  দেশের মানুষের প্রতি যে ভালেবাসা মওলানা ভাসানীর ছিল, এসরকারের রাষ্ট্রীয় উদ্যোগে এই দিনটি পালন করা উচিত ছিল।”

“শংকা করা হচ্ছে আগামী নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি হবে। গত ১৫ বছরের হাসিনার পার্লামেন্টের মতো পার্লামেন্ট হলে গণঅভ্যুত্থানের বিপ্লব মলিন হয়ে যাবে।”

আলোচনা সভায় এসময় এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুসহ গণতন্ত্র মঞ্চের আরও অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাওলানা ভাসানীর ত্যাগ বিএনপির জন্য চিরঋণ: আলাল
মাওলানা ভাসানীর ত্যাগ বিএনপির জন্য চিরঋণ: আলাল
নয়াপল্টনে আমরণ অনশনে যুবদল নেতা
নয়াপল্টনে আমরণ অনশনে যুবদল নেতা
জনগণের পক্ষে থাকতে হবে :দুদু
জনগণের পক্ষে থাকতে হবে :দুদু