• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঢাবির ৫ নিরাপত্তা প্রহরী সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক    ১৩ নভেম্বর ২০২৫, ০৪:৫৮ পি.এম.
ছবি: সংগৃহীত

দায়িত্বে অবহেলার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫জন নিরাপত্তা প্রহরীকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বরখাস্তকৃত নিরাপত্তা প্রহরীরা হলেন মো. শাহ আলম (আইইআর) মো. সেলিম (আইইআর), মো. সংগ্রাম হোসেন (চারুকলা অনুষদের মাঝের গেট), মো. সফিকুল ইসলাম (পুষ্টি ও খাদ্য বিজ্ঞান), মো. আলী আহমেদ (কার্জন হলের পিছনের গেইট)।

বিবৃতিতে উল্লেখ করা হয়, বরখাস্ত এসব কর্মচারী ১১ নভেম্বর রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত নিজ নিজ কর্মস্থলে নিরাপত্তা প্রহরার দায়িত্বে ছিলেন। এ সময় প্রক্টরিয়াল সিকিউরিটি মোবাইল টিম সংশ্লিষ্ট নিরাপত্তা প্রহরীদের কর্মস্থল পরিদর্শনে গেলে তাদের কাজে দায়িত্ব অবহেলার বিষয়টি পরিলক্ষিত হয়।

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশবিরোধী ষড়যন্ত্র ও সন্ত্রাসের বিরুদ্ধে শেকৃবি ছাত্রদলের সতর্ক অবস্থান
দেশবিরোধী ষড়যন্ত্র ও সন্ত্রাসের বিরুদ্ধে শেকৃবি ছাত্রদলের সতর্ক অবস্থান
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নির্মূলে ডাকসুর কর্মসূচি ঘোষণা
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নির্মূলে ডাকসুর কর্মসূচি ঘোষণা
ইবিতে 'পাবনা জেলা কল্যাণ সমিতি'র নবীনবরণ ও প্রবীন বিদায়
ইবিতে 'পাবনা জেলা কল্যাণ সমিতি'র নবীনবরণ ও প্রবীন বিদায়