• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৬ ডিগ্রিতে

পঞ্চগড় প্রতিনিধি    ৯ নভেম্বর ২০২৫, ০৯:৪৫ এ.এম.
পঞ্চগড়ে শীতের হিমেল বাতাস বইতে শুরু করেছে। ছবি: সংগৃহীত

দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের পরশ জোরালো হতে শুরু করেছে। হিমালয়–ঘেঁষা এই জনপদে পাহাড়ি হিমেল বাতাসের প্রভাবে দ্রুত কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি।

রোববার (৯ নভেম্বর) সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গত কয়েক দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে প্রায় ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস।

তাপমাত্রা হঠাৎ কমে যাওয়ায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। বিশেষ করে পাথর শ্রমিক, দিনমজুর, রিকশাচালকসহ ভোরের দিকে বাইরে কাজ করা শ্রমজীবী মানুষের কষ্ট বেড়েছে।

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, গত কিছুদিন ধরেই আবহাওয়ায় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত হালকা শীত অনুভূত হচ্ছে। তাপমাত্রা ক্রমেই নিম্নমুখী হওয়ায় সামনের দিনগুলোতে শীতের তীব্রতা আরও বাড়তে পারে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে তাপমাত্রা আরও কমতে পারে, ফলে উত্তরাঞ্চলে শীতের প্রভাব আরও জোরালো হওয়ার সম্ভাবনা রয়েছে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাংশায় ৮ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন
পাংশায় ৮ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন
ভারতের কোনো দালালকে ভোট দেবেন না: মাহমুদুর রহমান
ভারতের কোনো দালালকে ভোট দেবেন না: মাহমুদুর রহমান
সরাইলে জায়গা বিরোধের জের ধরে সংঘর্ষ, আহত ৩০
সরাইলে জায়গা বিরোধের জের ধরে সংঘর্ষ, আহত ৩০