সৈয়দপুরে আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নীলফামারীর সৈয়দপুরে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)’র গৌরবোজ্জ্বল ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
শনিবার (০৮ নভেম্বর ) সকাল ১১ টার দিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সৈয়দপুর শহরের গেটবাজারস্হ আইডিইবি'র সাংগঠনিক জেলা কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আইডিইবি’র সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার সভাপতি প্রকৌশলী মোঃ মোনায়মুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোমিনুল ইসলামের এর সঞ্চালনায়, এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) মোঃ মেহদি ইসলাম, বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি ও নীলফামারী-০৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সৈয়দপুর পৌর জামায়াতের আমির মোঃ শরিফুদ্দিন খান, জেলা আইডিইবি'র উপদেষ্টা প্রকৌশলী মোঃ আজিজুল ইসলাম, সহ সভাপতি মোঃ শহিদুল ইসলাম, এসময় বক্তারা বলেন, এই সংগঠন আরো বেশি শক্তিশালী করতে হবে। সেজন্য সবাইকে একসাথে কাজ করতে হবে। আমাদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকতে হবে।
আলোচনা সভা র পরে একটি বর্ণাঢ্য র্যালি বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সাংগঠনিক জেলা কার্যালয়ে এসে শেষ হয়।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আইডিইবি’র সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার দপ্তর ও গ্রন্থাগার সম্পাদক প্রকৌশলী হোসাইন মোহাম্মদ আরমান, আইসিটি সম্পাদক প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, সদস্য প্রকৌশলী মোঃ আরিফুল, প্রকৌশলী মোঃ রুবেলসহ অনেকে উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/ এমএইচ







