স্বাধীনতার পতাকা দৃঢ়ভাবে ধারণ করে রেখেছে ছাত্রদল: ডা.আউয়াল

কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ডাক্তার তৌহিদুর রহমান আউয়াল বলেছেন, ১৯৭৯ সালের পহেলা জানুয়ারি যখন বাংলাদেশ ছাত্রদল প্রতিষ্ঠিত হয়, তারপর থেকে সকল অন্যায়ের বিরুদ্ধে তারা প্রতিবাদ করে আসছে। আপনি দেখবেন ১৯৭৫ সালে যে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এটি আরেকটি গণঅভ্যুত্থান আপনি বলতে পারেন।
শুক্রবার ( ৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে তিনি এ কথা বলেন।
ডাক্তার আউয়াল বলেন, ২৪শে গণঅভ্যুত্থানকে আপনি যদি সেটি ছিলো সেনা জনতার গণঅভ্যুত্থান। তারা তাদের প্রাণের নেতা যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন তাকে তারা রাষ্ট্রক্ষমতায় বসাইয়াছেন। তার কিন্তু ক্ষমতার বিন্দু পরিমাণ লোভ ছিলো না । কিন্তু বাংদেশের মানুষ বুঝতে পেরে ছিলো যে একমাত্র জিয়াউর রহমানের কাছে দেশ নিরাপদ থাকবে।
তিনি বলেন, ১৯৯১ সালে নির্বাচনের এক দিন আগে বেগম খালেদা জিয়া বলে ছিলেন আমাদের হাতে স্বাধীনতার পতাকা আর ওদের হাতে গোলামের জিনজির। আজ পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতার পতাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধারন করেছে।
আউয়াল বলেন, যে ৩১ দফা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দিয়েছেন এটি কিন্তু বাকিদের জন্য চিন্তার বিষয়। এই বিপ্লব ও সংহতি থেকে আমাদের শপথ করতে হবে, যখনই বাংলাদেশে কোন বিপদ আসে সবাইকে এক সাথে মোকাবেলা করতে হবে।
ভিওডি বাংলা/ এমএইচ

