আরও মিত্র পাচ্ছে বিএনপি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অলরেডি জানিয়েছেন, ফ্যাসিবাদ বিরোধী সবাইকে সঙ্গে নিয়েই আগামীর বাংলাদেশ গড়বেন। দেশের উন্নয়ন ও ইতিবাচক পরিবর্তনে সবাইকেই পাশে চায় বিএনপি।
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আর এই নির্বাচন সামনে রেখে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করছে দেশের বৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দল বিএনপি। এরই অংশ হিসেবে মিত্রদলের সংখ্যা আরও বাড়াতে তৎপর রয়েছে দলটি। গত সাড়ে ১৫ বছর ভয়ংকর ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে যুগপৎ আন্দোলনে বিএনপির পাশে ছিল ছোট-ছোট বেশ কয়েকটি রাজনৈতিক দল। তবে ফেব্রুয়ারির নির্বাচন ঘিরে তফসিলের আগেই যুগপৎ আন্দোলনের শরিক ও সমমনা দল ছাড়াও এর বাইরে ফ্যাসিবাদ বিরোধী বেশ কিছু দলের সঙ্গে নির্বাচনী জোট গঠনের ব্যাপারে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে বিএনপির একাধিক নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।
সূত্রে জানা যায়, জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণতন্ত্র মঞ্চ ও সিপিবির নেতৃত্বাধীন বাম গণতান্ত্রিক জোট, হেফাজত ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলামসহ বিভিন্ন দল নিয়ে মিত্রদের সংখ্যা বাড়াতে আগ্রহী বিএনপি। এরই মধ্যে ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনে শরিকদের কাছে সম্ভাব্য প্রার্থী তালিকা চেয়েছে বিএনপি। মিত্র দলের সম্ভাব্য কয়েকজন প্রার্থীকে বিএনপি সবুজ সংকেত দিয়েছে বলেও জানা গেছে।
সূত্রে জানা গেছে, বিএনপির সঙ্গে নির্বাচনী জোটে আসতে পারে এনসিপিও। এ লক্ষ্যে দুই দলের মধ্যে একাধিকবার বৈঠক হয়েছে বলেও জানা গেছে। তবে জোট গঠনের ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এনসিপি জানিয়েছে, তারা ৩শ’ আসনেই প্রার্থী দেবে। তবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান দেখিয়ে দলটি বগুড়া-৭, ফেনী-১ এবং দিনাজপুর-৭ আসনে কোন দলীয় প্রার্থী দেবে না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, খালেদা জিয়ার আসনে এনসিপি’র প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত, শেষ মুহূর্তে বিএনপির সঙ্গে নির্বাচনি জোটে আসার সম্ভাবনাকে এগিয়ে রেখেছে।
এ ব্যাপারে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ইতোমধ্যে জানিয়েছেন, ফেব্রুয়ারির নির্বাচন কেন্দ্র করে বিএনপির নেতৃত্বে জোটের পরিধি আরও বাড়ানোর প্রক্রিয়া অব্যাহত আছে। অনেক দল বিএনপির সঙ্গে যোগাযোগ করছে। ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক দল, জোট ছাড়াও এর বাইরে ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর সঙ্গেও আলোচনা চলছে। ফ্যাসিবাদ বিরোধী ও গণতান্ত্রিক দেশপ্রেমিক যেসব দল নির্বাচনি জোটে আসতে চাইবে তাদের স্বাগতম।
সালাহউদ্দিন আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অলরেডি জানিয়েছেন, ফ্যাসিবাদ বিরোধী সবাইকে সঙ্গে নিয়েই আগামীর বাংলাদেশ গড়বেন। দেশের উন্নয়ন ও ইতিবাচক পরিবর্তনে সবাইকেই পাশে চায় বিএনপি।
এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দেশব্যাপী ৩শ’ আসনের মধ্যে মিত্রদের জন্য ৬৩ আসন ফাঁকা রেখে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। যদিও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, এটাই চূড়ান্ত নয়। বিশেষ প্রয়োজনে এই তালিকা থেকেও প্রার্থী পরিবর্তন হতে পারে। তাছাড়া বিএনপির অনেক আসনে একাধিক যোগ্য প্রার্থী থাকায় সেখানেও সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।
বিএনপির একাধিক দলীয় সূত্র জানিয়েছে, যে ৬৩টি আসন ফাঁকা রয়েছে, সেখান থেকে ৪০-৫০টি আসন মিত্র দল ও জোটগুলোর শীর্ষ পর্যায়ের নেতাদের জন্য ছেড়ে দেওয়া হতে পারে। ইতোমধ্যে মিত্রদলের ১২ নেতাকে বিএনপির পক্ষ থেকে সুবজ সংকেত দেওয়া হয়েছে।
ভিওডি বাংলা/ এমএম



