• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

‘পালিয়ে গিয়েছিলেন, পদত্যাগ করেননি’ : হাবিবুর রহমান

ভিওডি বাংলা ডেস্ক    ৫ নভেম্বর ২০২৫, ১০:৫১ পি.এম.
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। সংগৃহীত ছবি

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেছেন, ‘যেদিন প্রধানমন্ত্রী পালিয়ে গেলেন, সেদিন রাষ্ট্রপতি বলেছিলেন, প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। তার পদত্যাগপত্র আমার কাছে আছে। কিন্তু প্রধানমন্ত্রী তো পালিয়ে গেছেন, পদত্যাগ করলেন কখন? কাকে দিলেন পদত্যাগপত্র?’

সম্প্রতি কালের সংলাপ অনুষ্ঠানে অংশ নিয়ে এসব মন্তব্য করেন তিনি।

হাবিবুর রহমান বলেন, ‘সেদিন দেশের প্রয়োজনে রাষ্ট্রপতি নিজের ঘাড়ে দায় নিয়ে বলেছিলেন, প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। কিন্তু পরে সাংবাদিক মতিউর রহমান রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগপত্রের বিষয়ে জানতে চাইলে রাষ্ট্রপতি স্বীকার করেন—তার কাছে কোনো দালিলিক প্রমাণ নেই।’

তিনি জানান, বিষয়টি জানার পর অনেকেই রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করেছিলেন। তবে তখন তিনি ও তার দল মনে করেছিল, রাষ্ট্রপতিকে সরাতে হলে তা সব দলের ঐকমত্যের ভিত্তিতে হতে হবে।

হাবিবুর রহমান বলেন, ‘ঐকমত্যের ভিত্তিতে যেহেতু এই সরকার গঠিত হয়েছে এবং রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছে, তাই এককভাবে রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করা যৌক্তিক নয়। রাষ্ট্রপতি চলে গেলে দেশে সাংবিধানিক সংকট তৈরি হবে, যা দেশকে নতুন অস্থিরতার দিকে ঠেলে দেবে।’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘একদিন দেখলাম, সব জায়গা থেকে রাষ্ট্রপতির ছবি সরানো হচ্ছে। রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার পর ছবি নামান—ততক্ষণ পর্যন্ত বিদেশি দূতাবাসসহ সব সরকারি অফিসে রাষ্ট্রপতির ছবি থাকা উচিত।’

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুস্কৃতিকারিদের কঠোর হস্তে দমনের বিকল্প নেই- মির্জা ফখরুল
দুস্কৃতিকারিদের কঠোর হস্তে দমনের বিকল্প নেই- মির্জা ফখরুল
বিএনপির রাজনীতিতে দখলদারিত্ব নেই: এ্যানি
বিএনপির রাজনীতিতে দখলদারিত্ব নেই: এ্যানি
আগুনে ঘি ঢেলে দেয় প্রথম আলো : নাসীরুদ্দীন
আগুনে ঘি ঢেলে দেয় প্রথম আলো : নাসীরুদ্দীন