• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

‘অপারেশন ক্লিন হার্ট–২’–এর ভয় দেখছি : রনি

ভিওডি বাংলা ডেস্ক    ৫ নভেম্বর ২০২৫, ১০:৩৭ পি.এম.
সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি। সংগৃহীত ছবি

সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি বলেছেন, সিনিয়র সাংবাদিক মাহবুব কামালের সাম্প্রতিক মন্তব্যের সঙ্গে তিনি একমত। মাহবুব কামাল কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার এক টকশোতে জানিয়েছেন যে নির্বাচনের আগে ‘অপারেশন ক্লিন হার্ট–২’ চালানো হতে পারে—এবং রনি মনে করেন, বিষয়টি গভীরভাবে গুপ্তযোগ্য ও উদ্বেগজনক।

বুধবার (৫ নভেম্বর) নিজ ইউটিউব চ্যানেলে মাহবুব কামালের বক্তব্য নিয়ে কথা বলতে গিয়ে গোলাম মাওলা রনি জানান, মাহবুব কামাল আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর দ্রুত অস্ত্র উদ্ধারের উদ্যোগ ও সুগঠিত অভিযান পরিচালনার কথা বলেছেন। এ ধরনের অভিযান আগের ‘ক্লিন হার্ট’–এর মতোই ব্যাপক ও পরিকল্পিত হবে বলে ধারণা প্রকাশ করেছেন তিনি।

রনি আক্ষেপ করে বলেন, ‘গত ১৪ মাসে আমরা দেখেছি আইন-শৃঙ্খলা বাহিনী অনেক ক্ষেত্রে ডিউটি পালনে অনিহা বা নিরাসক্ত ব্যবহার করেছে; কোথাও ভুয়া চেহারাও দেখা গেছে। এখন পরিস্থিতি দেখে মনে হয়, তারা দীর্ঘমেয়াদি পরিকল্পনা করে ফাঁদ বোনেছে।’

মাহবুব কামালের উক্তির উদ্ধৃতি তুলে রনি বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী বিভিন্ন জেলার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে চাঁদাবাজি, দখল, মাস্তানি ইত্যাদি অভিযোগযুক্ত ব্যক্তিদের বিস্তৃত তালিকা তৈরি করেছে। তিনি বলেন, ‘এই তালিকা ম্যাটিকুলাসলি ডিজাইন করা হয়েছে—কবে কোথায় কীভাবে ব্যবস্থা নেওয়া হবে তা একটা সূক্ষ্ম পরিকল্পনার অংশ। এতে যদি এমন কোনো অপারেশন চালানো হয়, তাহলে বিএনপিসহ কিছু রাজনৈতিক দলের অস্তিত্বই প্রশ্নবিদ্ধ হতে পারে।’

রনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুর সময়েও একই ধরনের অপারেশন চালিয়ে রাজনৈতিক শক্তিকে ভেঙে ফেলা হয়েছিল; তাই ইতিহাস থেকেও শিক্ষা নেয়া উচিত।’ তিনি আশঙ্কা ব্যক্ত করে বলেন, ‘এ পরিস্থিতিতে বিএনপি, জামায়াত, এনসিপি ও অন্যান্য দলগুলো সাময়িকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েছে—এদের ওপর তৈরি ফাঁদ কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।’

গোলাম মাওলা রনি বলেন, মাহবুব কামালের বক্তব্যের প্রতি তিনি একমত এবং বললেন, ‘আমি এই ১৪ মাস ধরে নানা রকম আশঙ্কা প্রকাশ করেছিলাম—এখন তার বাস্তবতা প্রকাশ পাচ্ছে।’

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মিজানুর রহমান আজহারীর সব বিভাগীয় তাফসির মাহফিল স্থগিত
মিজানুর রহমান আজহারীর সব বিভাগীয় তাফসির মাহফিল স্থগিত
রাজনৈতিক প্রাসঙ্গিকতায় ফিরতে মরিয়া শেখ হাসিনা: প্রেস সচিব
রাজনৈতিক প্রাসঙ্গিকতায় ফিরতে মরিয়া শেখ হাসিনা: প্রেস সচিব
সেনাপ্রধান ও নির্বাচন নিয়ে অপপ্রচার, যা জানাল সেনাবাহিনী
সেনাপ্রধান ও নির্বাচন নিয়ে অপপ্রচার, যা জানাল সেনাবাহিনী