• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জামায়াত নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত: মাহমুদ খৈয়ম

রাজবাড়ী প্রতিনিধি    ৪ নভেম্বর ২০২৫, ১২:২৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

তারেক রহমান প্রধান মন্ত্রী হবেন বাংলাদেশ বদলে যাবে এই আশঙ্কায় জামায়াতে ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দল ও নানা মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য, রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি এবং রাজবাড়ী-১ আসনে বিএনপির মনোনয়ন প্রাপ্ত আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

তিনি বলেন, “বাংলাদেশের রাজনীতিতে স্থিতিশীলতা আনতে এবং মানুষের শান্তি ফেরাতে নির্বাচনের কোনো বিকল্প নেই। আমরা নির্বাচন চাই, তাই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। কারও বিরুদ্ধে আমাদের ব্যক্তিগত কোন অভিযোগ নেই; আমরা চাই গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের সরকার।”

সোমবার (৩ নভেম্বর) বিকেলে বালিয়াকান্দি উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও প্রচারের লক্ষ্যে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার কুঠির মাঠ চত্বরে আয়োজিত এক বিশাল জনসভায় তিনি এসব কথা বলেন।

সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ নাসিরুল হক সাবু। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহসভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খোন্দকার নাসিরুল ইসলাম।

সভায় সভাপতিত্ব করেন বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাবেক সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খোন্দকার মশিউল আজম চুন্নু। সঞ্চালনা করেন মীর মনিরুজ্জামান বাবু, মোঃ মাসুদুর রহমান ও মহসিন খান।

এছাড়া আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারি, সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, সাবেক সহসভাপতি আব্দুর রাজ্জাক খান, পাংশা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মাহমুদুল হক রোজেন, রাজবাড়ী-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মুজাহিদুল ইসলাম, বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মুকতার কবির খান নান্নু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবিব, আশরাফ আলী মিয়া, আকমাল হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুর রহমান রাজা ও জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুল প্রমুখ।

সভায় অন্যান্য বক্তারা বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিবর্তনের রূপরেখা। এ কর্মসূচি বাস্তবায়িত হলে দেশে গণতন্ত্র, আইনের শাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে।

জনসভাকে ঘিরে সকাল থেকেই শহরজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে মাঠ উপচে পড়ে।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফুলবাড়ীতে মুগ্ধতা ছড়াচ্ছে কুচুরিপানা ফুল
ফুলবাড়ীতে মুগ্ধতা ছড়াচ্ছে কুচুরিপানা ফুল
তাড়াশে ভ্রাম্যমাণ আদালতে অবৈধ লসিমন জব্দ
তাড়াশে ভ্রাম্যমাণ আদালতে অবৈধ লসিমন জব্দ
নেত্রকোণায় ডিবির অভিযানে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী
নেত্রকোণায় ডিবির অভিযানে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী