• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিএনপি জনগণের কল্যানের জন্য রাজনীতি করে: মোশাররফ

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি    ২ নভেম্বর ২০২৫, ১২:৩৯ পি.এম.
এবিএম মোশাররফ হোসেন। ছবি: ভিওডি বাংলা

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীর  রাঙ্গাবালীতে উপজেলা বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১ নভেম্বর) বিকেলে আয়োজিত এ জনসভায় রাঙ্গাবালী উপজেলার হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।  তিনি বলেন, বিএনপি কখনো দখলের রাজনীতি করে না, মানুষের মন জয় করেই রাজনীতি করে। আস্থার কারণেই মানুষ বিএনপির পাশে দাঁড়ায়।

সরকারের সমালোচনায় তিনি আরও বলেন, গত ১৫ বছর ধরে আওয়ামী লীগ জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। দিনের ভোট রাতে সম্পন্ন করেছে, আর লুটপাটের রাজত্ব কায়েম করেছে।

প্রতিশোধের রাজনীতিতে বিএনপি বিশ্বাস করে না উল্লেখ করে এবিএম মোশাররফ হোসেন বলেন,  নেতাকর্মীদের সবসময় জনগণের পাশে থাকতে হবে, আর কেউ যদি অন্যায় করে, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  কলাপাড়া উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও আয়কর আইনজীবী আলহাজ্ব মনিরুজ্জামান মনির, কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার, সিনিয়র সহ-সভাপতি জাফরুজ্জামান খোকন হাওলাদার,  সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু। কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহিদ নান্নু মুন্সী এবং রাঙ্গাবালী উপজেলা বিএনপির সহ-সভাপতি আসাদুল ইসলাম বাবলু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান নান্নু, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মুন্সি ।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজী ও সঞ্চালনা করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হাওলাদার। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শরীয়তপুরে অর্ধশতাধিক হাতবোমা ফাটিয়ে দুই পক্ষের সংঘর্ষ
শরীয়তপুরে অর্ধশতাধিক হাতবোমা ফাটিয়ে দুই পক্ষের সংঘর্ষ
মাদারীপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ
মাদারীপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ
গৌরীপুরে যৌথবাহিনীর অভিযানে চোলাই মদসহ গ্রেপ্তার ৪
গৌরীপুরে যৌথবাহিনীর অভিযানে চোলাই মদসহ গ্রেপ্তার ৪