• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিদ্যালয়ে পাঠদান বন্ধ রেখে বিএনপি মনোনয়নপ্রত্যাশীর রাজনৈতিক প্রচারণা

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি    ২ নভেম্বর ২০২৫, ১১:২১ এ.এম.
পাঠদান বন্ধ রেখে শিক্ষার্থীদের মধ্যে লিফলেট বিতরণ ও রাজনৈতিক প্রচারণা-ছবি ভিওডি বাংলা

ঝালকাঠির কাঠালিয়ায় পাঠদান বন্ধ রেখে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মধ্যে লিফলেট বিতরণ ও রাজনৈতিক প্রচারণা চালিয়েছেন বিএনপির মনোনয়নপ্রত্যাশী গোলাম আজম সৈকত। রোববার (২ নভেম্বর) উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের বলতলা মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, গোলাম আজম সৈকত বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক এবং ঝালকাঠি-১ (রাজাপুর–কাঠালিয়া) আসনের মনোনয়নপ্রত্যাশী। এ ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

বিদ্যালয়ে অনুষ্ঠিত ওই রাজনৈতিক প্রচারের ভিডিও নিজেই তার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করেন সৈকত। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের বলতলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা সম্পর্কে অবহিতকরণ।’

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অভিভাবক বলেন, “বিদ্যালয় হচ্ছে ছেলেমেয়েদের পড়ালেখার স্থান, রাজনীতি শেখার নয়। এমন কর্মকাণ্ড বন্ধ করা উচিত।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজামাল খান বলেন, “সৈকত নামের একজন ব্যক্তি জানাজা শেষে বিদ্যালয়ে আসেন। তখন দুপুর সাড়ে ১২টার দিকে ক্লাস চলছিল। কোনো পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল না। হলরুম না থাকায় শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের একত্র করে তিনি বক্তব্য দেন ও লিফলেট বিতরণ করেন।”

অভিযোগের বিষয়ে গোলাম আজম সৈকত বলেন, “আমি জানাজায় গিয়েছিলাম, ফেরার পথে বিদ্যালয়ে গিয়ে শিক্ষকদের অনুমতি নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বসে তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা নিয়ে আলোচনা করি। এটি কোনো নির্বাচনী প্রচারণা নয়।”

তিনি আরও বলেন, “আমরা সারাদেশে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা প্রচার করছি। এটি রাজনৈতিক নয়, সচেতনতামূলক কর্মসূচি।”

কাঠালিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার আজীম বলেন, “বিদ্যালয় চলাকালে পাঠদান বন্ধ রেখে রাজনৈতিক কর্মসূচি করা অনৈতিক ও আইনবহির্ভূত। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

সচেতন নাগরিক কমিটির (সনাক) ঝালকাঠির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সত্যবান সেনগুপ্ত বলেন, “বিদ্যালয় শিক্ষা অর্জনের স্থান, রাজনীতি চর্চার নয়। ভবিষ্যতে এমন ঘটনা রোধে প্রশাসনকে কঠোর হতে হবে।”

কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল ইসলাম বলেন, “বিষয়টি গণমাধ্যমের মাধ্যমে জেনেছি। পাঠদান বন্ধ রেখে রাজনৈতিক কার্যক্রমের কোনো সুযোগ নেই। উপজেলা শিক্ষা কর্মকর্তার প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দিনব্যাপী কারাতে প্রশিক্ষণ, বেল্ট পরীক্ষা ও মোটিভেশন অনুষ্ঠান
রাজবাড়ী দিনব্যাপী কারাতে প্রশিক্ষণ, বেল্ট পরীক্ষা ও মোটিভেশন অনুষ্ঠান
চারঘাটের আশ্রয়ণ প্রকল্পের ঘর এখন বসবাসের অনুপোযোগী
রাজশাহী চারঘাটের আশ্রয়ণ প্রকল্পের ঘর এখন বসবাসের অনুপোযোগী
রাজবাড়ীতে সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন
রাজবাড়ীতে সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন