ভোলায় বিজেপি অফিস ভাঙচুর আহত ২০

ভোলায় পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী পাল্টাপাল্টি শোডাউন করেছে বিএনপি ও বিজেপি। এদিকে বিজেপির সভাস্থলে হামলা ও অফিস ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এতে আহত হয়েছেন প্রায় ২০ জন।
শনিবার (০১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোলা-১ সদর আসনের মনোনয়নকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে ভোলার বিএনপি ও বিজেপি বিভিন্ন দলীয় কর্মসূচি পালন করে আসছিল। এরই ধারাবাহিকতায় উভয় দলের পূর্ব ঘেষিত কর্মসূচি অনুযায়ী শনিবার কালীনাথ রায়ের বাজার জেলা বিএনপির কার্যালয়ের সামনে কয়েক হাজার নেতাকর্মীর উপস্থিতিতে সমাবেশ করে বিএনপি। অপরদিকে, জেলা বিজেপি নতুন বাজার তাদের কার্যালয়ের সামনে সমাবেশ করে।
দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ করে বিজেপির সমাবেশ মুহূর্তের মধ্যে পণ্ড হয়ে যায়। এ সময় একদল দুর্বৃত্ত জেলা বিজেপির কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালায়। এতে সাংবাদিকসহ উভয় দলের প্রায় ২০ নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
পরে পুলিশ, কোস্টগার্ড, নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিজেপি কার্যালয়ের সামনে অবস্থান নেন।
এ ঘটনায় জেলা কার্যালয়ে একটি সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি। সম্মেলনে জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ রাইসুল আলম বলেন, জামায়াতে ইসলামী পিআর পদ্ধতি নিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করছে। এর প্রতিবাদে জেলা বিএনপি বিক্ষোভ ও সমাবেশের আয়োজন করে। প্রশাসনের দেওয়া নির্ধারিত সময় অনুযায়ী আমরা শহরে বিক্ষোভ মিছিল শুরু করে বাংলা স্কুল মোড়ে গেলে বিজেপির মিছিলের মুখোমুখি হই। এ সময় কে বা কারা আমাদের মিছিলে ঢিল ছুড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
তিনি আরও বলেন, পরে আমি ঘটনাস্থলে গিয়ে নেতাকর্মীদের সরিয়ে দিই। কিন্তু বিজেপির সমাবেশটি দুপুর সাড়ে ১২টায় শেষ হওয়ার কথা থাকলেও তা চলমান থাকায় এ অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এ সময় সম্মেলনে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান বাচ্চু মোল্লা, হুমায়ুন কবির সোপান, এনামুল হক, সদস্য ইয়ারুল আলম লিটন, স্বেচ্ছাসেবক দলের জেলা আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ, সদস্য সচিব মুনতাছির আলম রবিন চৌধুরী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিমসহ অন্য নেতারা।
এ ঘটনার বিষয়ে জেলা বিজেপির সাধারণ সম্পাদক মোতাছিম বিল্লা বলেন, আমরা ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর পক্ষে গরুর গাড়ি মার্কার নির্বাচনী প্রচারের অংশ হিসেবে একটি র্যালি করে পার্টি অফিসের সামনে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে কর্মসূচি শেষ করি। কিছুসময় পরে উদ্দেশ্যমূলকভাবে আমাদের নেতাকর্মীদের আহত ও অফিস ভাঙচুর করা হয়।
ভিওডি বাংলা/ এমএইচ







