রাজবাড়ীতে হোমিওপ্যাথিক ডক্টর’স সম্মেলন অনুষ্ঠিত

“হোমিওপ্যাথিক চিকিৎসা নিন, সুস্থ থাকুন” এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে হোমিওপ্যাথিক ডক্টর’স এসোসিয়েশন, রাজবাড়ী জেলা শাখা-এর হোমিওপ্যাথিক ডক্টর’স সম্মেলন–২০২৫।
শনিবার (১ নভেম্বর) সকাল ৯টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন হয়।
সম্মেলনে ডা. মোহাম্মদ আমিরুল ইসলাম সভাপতি এবং ডা. আব্দুল হাই সিদ্দীক সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মো. হাফিজুর রহমান, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু, উপাধ্যক্ষ ডা. রামমোহন সরকার, সহযোগী অধ্যাপক ডা. বকুল হোসেন এবং রাজবাড়ী সদর হাসপাতালের মেডিকেল অফিসার (হোমিও) ডা. মো. জহিরুল আলম।
সম্মেলনে সভাপতিত্ব করেন রাজবাড়ী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রভাষক এবং হোমিওপ্যাথিক ডক্টর’স এসোসিয়েশন রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ আমিরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদ নাদিম উদ্দিন।
বক্তারা বলেন, “হোমিওপ্যাথিক চিকিৎসা আজ মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছে। নিরাপদ ও পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত এই চিকিৎসা পদ্ধতির প্রতি মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে। হোমিও চিকিৎসকদের ঐক্যবদ্ধ রাখতেই এই এসোসিয়েশন কাজ করছে। এটি একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও পেশাজীবী সংগঠন।”
তাঁরা আরও বলেন, “আমরা চিকিৎসক হিসেবে ‘ডা.’ উপাধি ব্যবহারের বৈধ স্বীকৃতি চাই। রাষ্ট্রীয়ভাবে হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থার স্বীকৃতি ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের সহযোগিতা প্রয়োজন।”
পরিশেষে, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু সম্মেলনে নবগঠিত ৪১ সদস্যবিশিষ্ট হোমিওপ্যাথিক ডক্টর’স এসোসিয়েশন রাজবাড়ী জেলা শাখার কমিটি ঘোষণা করেন।
ভিওডি বাংলা/ এমএইচ







