• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গৌরীপুর ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন

গৌরীপুর প্রতিনিধি    ১ নভেম্বর ২০২৫, ০৪:২৭ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

দেশের অন্যান্য স্থানের মতো ময়মনসিংহের গৌরীপুর উপজেলাতেও উদযাপিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস। এ উপলক্ষে শনিবার (১ নভেম্বর) সকাল ১১ টায় স্থানীয় সমবায় অফিসের উদ্যোগে আলোচনা সভা, র‍্যালি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারের প্রতিপাদ্য ছিল “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়।”

উপজেলার সরকারিভাবে নিবন্ধিত বিভিন্ন সমবায় সংগঠনের মধ্যে কর্মদক্ষতা, সেবা, স্বচ্ছতা ও কার্যক্রমের মান যাচাই করে কয়েকটি সমিতিকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। এর মধ্যে “সচ্ছতা ও দক্ষতার সহিত সেবা মূলক কার্যক্রম” পরিচালনার জন্য গৌরীপুর উপজেলা ভূমি জরিপকারী (আমিন) সমিতি-কে শ্রেষ্ঠ সমিতি হিসেবে মনোনীত করা হয়।

স্থানীয় পাবলিক হলে আয়েজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। 

এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা সমবায় কর্মকর্তা। প্রধান অতিথির হাত থেকে পুরস্কার গ্রহণ করেন সমিতির নেতৃবৃন্দ।

বক্তারা সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার গুরুত্ব তুলে ধরে বলেন, স্বচ্ছতা, পরিশ্রম ও সম্মিলিত উদ্যোগই দেশের সার্বিক উন্নয়নে সমবায় ব্যবস্থাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে।

পুরস্কারপ্রাপ্ত সমিতির নেতৃবৃন্দ জানান, এই স্বীকৃতি ভবিষ্যতে কাজের গতি বাড়াবে এবং সাধারণ মানুষের সেবায় আরও আন্তরিক হওয়ার প্রেরণা যোগাবে।
দিনব্যাপী আয়োজন ও পুরস্কার বিতরণের মাধ্যমে সমবায় দিবসের কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।


ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অপকর্ম করলে খেসারত দিতে হবে ভোটের দিন : শ্যামল
অপকর্ম করলে খেসারত দিতে হবে ভোটের দিন : শ্যামল
টাঙ্গাইলে রেকর্ড পরিমাণ বৃষ্টি, শীতকালীন সবজির ক্ষতির শঙ্কা
টাঙ্গাইলে রেকর্ড পরিমাণ বৃষ্টি, শীতকালীন সবজির ক্ষতির শঙ্কা
ভোলায় বিজেপি অফিস ভাঙচুর আহত ২০
ভোলায় বিজেপি অফিস ভাঙচুর আহত ২০