• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঝিনাইগাতীতে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন

শেরপুর প্রতিনিধি    ১ নভেম্বর ২০২৫, ০৩:৪৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

“সাম্য-সমতায় গড়বো দেশ, এগিয়ে যাবে সমবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫।

শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমবায় কর্মকর্তা রুকুনুজ্জামান এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় ফ্যাসিলিটেটর ক্যাথরিন বেলা অনুষ্ঠানের সঞ্চালনা করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রানী ভৌমিক।

আলোচনায় অংশ নেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সানজা হোসাইন সানী, উপজেলা আইসিটি কর্মকর্তা শেখ হাবিবুল্লাহ, আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান সালেহ আহমেদ, উত্তরণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সেক্রেটারি জয়নাল আবেদীন, এবং বনকালি ক্রেডিট ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজবাড়ীতে হোমিওপ্যাথিক ডক্টর’স সম্মেলন অনুষ্ঠিত
রাজবাড়ীতে হোমিওপ্যাথিক ডক্টর’স সম্মেলন অনুষ্ঠিত
রাজশাহী সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন
রাজশাহী সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন
গৌরীপুর ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন
গৌরীপুর ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন