বিএমএ ‘হল অব ফেইম’-এ নৌ ও বিমান বাহিনী প্রধানের নাম অন্তর্ভুক্ত

 
                                            
                                    
নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান গৌরবমণ্ডিত ‘হল অব ফেইম’-এ অন্তর্ভুক্ত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই সম্মাননা তাদের নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধান হিসেবে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয়েছে।
‘হল অব ফেইম’ হলো বিএমএ-এর একটি ঐতিহ্যবাহী সর্বোচ্চ সম্মাননা, যা নির্দিষ্ট ক্ষেত্রে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ ব্যক্তিকে ভূষিত করা হয়। এবারের অনুষ্ঠানে নৌ ও বিমান বাহিনী প্রধানদের সহধর্মিণীরাও উপস্থিত ছিলেন।
ইতোপূর্বে ৭ জন সেনাবাহিনী প্রধান বিএমএ ‘হল অব ফেইম’-এ অন্তর্ভুক্ত হয়েছেন।此次 হল অব ফেইম-এ নৌ ও বিমান বাহিনী প্রধানদের অন্তর্ভুক্তি এই সম্মানের ইতিহাসে বিরল ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।
ভিওডি বাংলা/জা
 
                             
                         
                 
                





