১ নভেম্বর থেকে সীমিতভাবে সেন্টমার্টিনে পর্যটক যাত্রা শুরু

 
                                            
                                    
নয় মাসের বন্ধের পর ১ নভেম্বর থেকে আবারও পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিন। কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাট থেকে পর্যটকবাহী জাহাজ দ্বীপে চলাচল শুরু করবে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নীতিগত অনুমোদনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে উখিয়ার ইনানী এলাকা ‘পরিবেশ সংকটাপন্ন এলাকা (ইসিএ)’ ঘোষিত হওয়ায় সেখান থেকে জাহাজ চলাচল আইনগতভাবে নিষিদ্ধ।
নতুন নির্দেশনায় বলা হয়েছে, নভেম্বর মাসে পর্যটকরা কেবল দিনে দ্বীপ ভ্রমণ করতে পারবেন। ডিসেম্বর ও জানুয়ারিতে সীমিতভাবে রাতযাপনের অনুমতি থাকবে। ফেব্রুয়ারি থেকে পর্যটন বন্ধ থাকবে।
প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক দ্বীপে যেতে পারবেন। দ্বীপে পলিথিন, মোটরযান, বারবিকিউ পার্টি ও উচ্চ শব্দের ওপর কঠোর নিষেধাজ্ঞা থাকবে।
কক্সবাজার জেলা প্রশাসক মো. আবদুল মান্নান জানান, পর্যটক ও জাহাজ নিয়ন্ত্রণের জন্য যৌথ কমিটি গঠিত হয়েছে, যারা ভ্রমণ নিবন্ধন ও পরিবেশগত বিধিনিষেধ তদারকি করবে। আইনশৃঙ্খলা বাহিনীও পর্যটকদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে সঙ্গে থাকবে।
ভিওডি বাংলা/জা
 
                             
                         
                 
                






